ক্রীড়া প্রতিবেদক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

দূরে চোখ মাশরাফির

আগামী বিপিএল আসরেও খেলতে চান মাশরাফি

কয়েক মাস ধরেই মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। সেটা শুধু আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও। এবারের আসরেই বিপিএলে মাশরাফির শেষ কি না এমন কথাও উঠল। কিন্তু এখনই বিপিএল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইচ্ছে নেই। আন্তর্জাতিক ক্রিকেটেও খেলে যেতে চান তিনি। ক্যারিয়ারকে দুই দশক দীর্ঘ করার ইচ্ছে মাশরাফির।

পরশু বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের কাছে হারের পর রংপুর রাইডার্স অধিনায়ক বলেছেন, ‘ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ থাকলে ইচ্ছা আছে (আগামী বিপিএলে খেলার)। আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে জানি না, তবে সবকিছু মিলিয়ে একটা ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার।’

মাশরাফি বলেছেন, ‘আগে থেকেই আমার ইচ্ছা ছিল ২০ বছর খেলার। এখন বিপিএল যদি পরের বছর সময় মতো হয়, তাহলে ইচ্ছা আছে। তবে বলতে পারছি না এখনই।’

বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। আগের পাঁচ আসরের চারটিতেই দলকে শিরোপা জিতিয়েছেন। দুটি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবং বাকি দুটো কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের জার্সিতে। এবার পঞ্চম শিরোপার অভিযানে অনেক দূর এসে হোঁচট খেয়েছেন। ফাইনালে ওঠার দুটো সুযোগই হাতছাড়া করেছে রংপুর। প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে কুমিল্লার কাছে, পরেরটিতে ঢাকার ডায়নামাইটসের কাছে হেরে গেছেন ম্যাশরা। বিদায় নেওয়ার পর রংপুর অধিনায়কের আক্ষেপ ঝরল ভালো ফিনিশার না থাকার, ‘টিম ব্যালেন্সের জায়গায় সব সময়ই অভাব ছিল। অন্যান্য টিমে আফ্রিদি, থিসারা সাতে-আটে নেমেছে, আমাদের সেই সুযোগ নেই। আমাদের সাতে-আটে আমি, ফরহাদ রেজা খেলেছি। এটা বড় সমস্যা। যতক্ষণ ডি ভিলিয়ার্স, হেল্স ছিল ততক্ষণ আমরা ম্যানেজ করতে পেরেছি টপে। বিদেশি একজন অলরাউন্ডার যদি থাকত তাহলে সুবিধা হতো যেমন ব্রাভো বা রাসেল। ওদের বোলিং টপ কোয়ালিটি, ব্যাটিংও।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close