ক্রীড়া প্রতিবেদক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

জয়রথ অব্যাহত আবাহনীর

তপু বর্মণের একমাত্র গোলে আবাহনী লিমিটেড জয় পেয়েছে টিম বিজেএমসির বিপক্ষে। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জেতা আবাহনীর সংগ্রহ পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট।

কাল ম্যাচের শুরু থেকে আক্রমণে আধিপত্য নিয়ে খেললেও গোল পাচ্ছিল না আবাহনী। সপ্তম মিনিটে কেরভেন্স ফিলস বেলফোর্ট ঠিকঠাক শট নিয়ে ব্যর্থ হওয়ার পর ছোট ডি-বক্সের ভেতর থেকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন রুবেল মিয়া।

দশম মিনিটে ওয়ালী ফয়সালের কর্নার বিজেএমসির ডিফেন্ডার জহিরুল আলম হেডে বিপদমুক্ত করতে গেলে বল জালে ঢুকতে যাচ্ছিল। তবে তা পোস্টে লাগলে বেঁচে যায় দলটি। একটু পর ওয়ালীর আরেকটি কর্নার বাঁক খেয়ে জালে ঢোকার আগে ফিস্ট করে ফেরান সোহাগ হোসেইন।

২৬ মিনিটে এগিয়ে যায় আগের দুই ম্যাচ জিতে আসা আবাহনী। মাঝ মাঠের একটু ওপর থেকে ওয়ালীর ফ্রি-কিকে অফসাইডের ফাঁদ ভেঙে তপু হেডে জাল খুঁজে নেয় বল।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবদুল্লাহ আল মামুনের কর্নারে ক্যামেরুনের ডিফেন্ডার ফমবাগ্নে বেবেকের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে বিজেএমসির সমতায় ফেরার ভালো সুযোগটি নষ্ট হয়।

৫৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রুবেলের আড়াআড়ি ক্রসে নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে চিজোবা গোলমুখ থেকে হেড নিতে ব্যর্থ হলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

৭৪তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা শরিফুল ইসলামের দুর্বল শট গোলরক্ষক শহীদুলের পায়ে লেগে জালের দিকে ছুটছিল। গোললাইনের একটু ওপর থেকে ফিরিয়ে আবাহনীকে এগিয়ে রাখেন তপু।

যোগ করা সময়ে জুয়েল রানার বাড়ানো বল ধরে গোলরক্ষককে একা পেয়েও তালগোল পাকিয়ে চিজোবা ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close