ক্রীড়া ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন হ্যাজার্ড

ইডেন হ্যাজার্ড চেলসিতে থাকবেন কী থাকবেন না, তা নিয়ে আলোচনার ঝড় চলছেই।

গত গ্রীষ্মের রাশিয়া বিশ্বকাপ শেষে হ্যাজার্ড জানান, চেলসি ছাড়তে চান। তারপর থেকেই শোনা যায় ব্লুজ তারকাকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। মাদ্রিদকে আবার নিজের ‘স্বপ্নের’ ঘর বলে উল্লেখ করেছিলেন হ্যাজার্ড। চেলসির সঙ্গে এখনো ১৮ মাসের চুক্তি আছে হ্যাজার্ডের। সেটা ২০২০ সালের পর আর বাড়াবেন কি না পরিষ্কার নয়। এর মধ্যেই এক সাক্ষাৎকারে হ্যাজার্ড বলেছেন, ‘আমি জানি, আসলে আমি কী করতে যাচ্ছি। এ ব্যাপারে আমি সিদ্ধান্তও নিয়ে ফেলেছি।’ তবে এর বাইরে আর কোনো শব্দ আপাতত বলেননি তিনি। রিয়াল ও তাকে জড়িয়ে যতবারই খবর বের হয়েছে, কোনোবারই তা অস্বীকার করেননি হ্যাজার্ড। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, চেলসি ছেড়ে কোথাও গেলে বার্নাব্যু কী আপনার পছন্দে থাকবে? এক শব্দে হ্যাজার্ডের উত্তর ছিল, ‘হ্যাঁ’।

মৌসুমের শুরুতে ইএসপিএন জানায়, সাপ্তাহিক ২ লাখ ৯০ হাজার পাউন্ডে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য দেওয়া চেলসির প্রস্তাবে রাজি হননি হ্যাজার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close