ক্রীড় ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

পরাজয়ে ভেঙে পড়েছেন রুট

উড়তে থাকা ইংল্যান্ডকে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারিয়ে মাটিতে নামিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্টেও ইংলিশদের লজ্জাকর পরাজয় উপহার দিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা টেস্টে দুই দিন বাকি থাকতেই ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ১০ উইকেটে। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। ২০০৯ সালের পর এই প্রথম ‘উইজডেন ট্রফি’ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

সফরে ইংলিশরা যেন ব্যাট করতে ভুলে গেছে। দুই টেস্টের চার ইনিংসে সেঞ্চুরির দেখা পায়নি কেউ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তো ৭৭ রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান করলেও হার এড়াতে পারেনি। অ্যান্টিগা টেস্টে আরো নাজুক অবস্থার শিকার হতে হয়েছে জো রুটদের। প্রথম ইনিংসে ১৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে এলো মাত্র ১৩২।

টানা দুই পরাজয়ে সমালোচনার তীর সামাল দিতে হচ্ছে রুটদের। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক উপদেশ দিয়েছেন, ইংলিশ ব্যাটসম্যানদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। ইংলিশ কিংবদন্তি ব্যাটসম্যান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আজকের খেলার অভিব্যক্তি হচ্ছে, আমি এভাবে খেলি। কিন্তু আপনাকে পরিবর্তন আনতে হবে।’

এমন লজ্জাজনক হারে বিপর্যস্ত অবস্থা ইংলিশ শিবিরে। সতীর্থদের কোথায় সান্ত¡না দিবেন, উল্টো ভেঙে পড়েছে অধিনায়ক রুট, ‘আমরা আবার বাজে পারফর্ম করেছি। এটা মেনে নেওয়া কঠিন।’

আগামী শনিবার সেন্ট লুসিয়ায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ইংলিশরা হোয়াইটওয়াশ থেকে বাঁচতে পারেন কি না সেটিই এখন দেখার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close