ক্রীড়া ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৯

বার্নস-হেডের সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা

অস্ট্রেলিয়ার একাদশ টেস্ট ভেন্যু হিসেবে কাল অভিষেক হয়েছে মানুকা ওভালের। অভিষেক দিনটিকে রাঙিয়ে দিলেন জো বার্নস ও ট্রাভিস হেড। দুজনের সেঞ্চুরিতে ক্যানবেরা টেস্টে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অজিরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর বোর্ডে জমা পড়েছে ৪ উইকেটে ৩৮৪ রান। ওপেনার বার্নস অপরাজিত আছেন ১৭২ রানে। ২৫ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা কার্টিস প্যাটারসন।

চোটের কারণে এই টেস্টে লঙ্কান স্কোয়াডে নেই পেসার সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ।

তবে টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে শুরুতে কাঁপিয়ে দেয় সফরকারীরা। দলীয় ১১ রানে মার্কাশ হ্যারিসকে (১১) রানে ফিরিে দেন বিশ্ব ফার্নান্দো। স্কোরবোর্ডে ১৫ রান যোগ হতেই উসমান খাজাকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে অজিদের আরেকবার ধাক্কা দেন সেই ফার্নান্দোই। দলীয় ২৮ রানে চামিকা করুনারতেœর বলে মার্নাস লাবুশানেকে (৬) হারালে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।

সবুজ উইকেটে দুর্দান্ত শুরুর শক্তিটা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। এ ছাড়া ফিল্ডাররাও একের পর এক ক্যাচ ছেড়ে জীবন দিয়েছে স্বাগতিকরদের। অবশ্য লঙ্কান বোলারদের কাজটা কঠিন করে তুলেন এক প্রান্ত আগলে থাকা বার্নস। চতুর্থ উইকেটে হেডের সঙ্গে ২৯৮ রানের দারুণ জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়েন তিনি। দুবার জীবন পাওয়া হেডকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে জুটি ভাঙেন ফার্নান্দো।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হেড ফিরেন ১৬১ রানে। ২০৪ বলে ২১ চার ও এক ছক্কায় এই রান করেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। ব্রিজবেনে শ্রীলঙ্কার বিপক্ষে গত টেস্টে করা ৮৪ ছিল তার আগের সেরা।

আর আগের সেরা ১৭০ ছাড়িয়ে বার্নস খেলছেন ১৭২ রানে। ২৪৩ বলে বার্নসের ইনিংসটি সাজানো ছিল ২৬ চারে।

এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা ফার্নান্দো ৯৯ রানে নেন ৩ উইকেট। ১৪ ওভারে ৮৭ রান দিয়ে বাকি উইকেটটি নিয়েছেন অভিষিক্ত করুনারতেœ।

আজ দিন শুরু করবেন অজিদের অপরাজিত দুই ব্যাটসম্যান বার্নস ও ৪৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করা প্যাটারসন।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। সিরিজে সমতা ফেরাতে হলে সফরকারীদের ক্যানবেরা টেস্ট জিততে হবে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৭ ওভারে ৩৮৪/৪ (হ্যারিস ১১, বার্নস ১৭২*, খাজা ০, লাবুশেন ৬, হেড ১৬১, প্যাটারসন ২৫*; রাজিথা ০/৬৭, ফার্নান্দো ৩/৯৯, করুনারতেœ ১/৮৭, দিলরুয়ান ০/৯০, ডি সিলভা ০/৪০)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close