ক্রীড়া প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৯

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পেল ভারত-পাকিস্তানকে

উপমহাদেশের দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই দিয়ে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত।

আগামী ২৬ মে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৮ মে খেলবে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই হবে কার্ডিফে, যে মাঠে বাংলাদেশের দারুণ সব সুখস্মৃতি আছে। ২০০৫ সালে এখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠেই নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গিয়েছিল সেমিফাইনালে ওঠার পথে। ২৪ মে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। মূল মঞ্চে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ওভালে। তার আগে বাংলাদেশ ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে আয়ারল্যান্ডে, যেখানে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে।

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি: ২৪ মে, পাকিস্তান-আফগানিস্তান, ব্রিস্টল, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা, কার্ডিফ, ২৫ মে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, হ্যাম্পশায়ার, ভারত-নিউজিল্যান্ড, ওভাল, ২৬ মে, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ব্রিস্টল, পাকিস্তান-বাংলাদেশ, কার্ডিফ, ২৭ মে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হ্যাম্পশায়ার,

ইংল্যান্ড-আফগানিস্তান, ওভাল, ২৮ মে, ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড, ব্রিস্টল, বাংলাদেশ-ভারত, কার্ডিফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close