ক্রীড়া ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৯

বোল্ট আগুনে পুড়ল ভারত

অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে। চোটের কারণে নেই মহেন্দ্র সিং ধোনি। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাবটা কাল টের পেয়েছে ভারত। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের আগুনে পুড়েছে সফরকারীদের ব্যাটিং। টানা ১০ ওভারে দুর্দান্ত স্পেলে ভারত অলআউট মাত্র ৯২ রানে।

প্রথম তিন ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা ভারত কাল হেরেছে ৮ উইকেটে। চতুর্থ ওয়ানডেতে এসে জয়ের দেখা পেয়েছে কিউইরা। হ্যামিল্টনে কাল বোল্ট নেন ২১ রানে ৫ উইকেট। নিউজিল্যান্ড জিতে যায় ১৪.৪ ওভারেই।

নিজের ২০০তম ওয়ানডেতে কোহলির পরিবর্তে ভারতের নেতৃত্ব দেন রোহিত শর্মা। কিন্তু অধিনায়কত্বের মতো ব্যাটিংয়েও ব্যর্থ হোন তিনি। দলীয় ২১ রানে বোল্টের বলে শিখর ধাওয়ানের ফেরার মধ্য দিয়ে ধস শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ে। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৮ রান এসেছে যুজুবেন্দ্র চাহালের ব্যাট থেকে।

মামুলি রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি কিউইদের। দলীয় ১৪ রানে ভুবনেশ্বর কুমার সাজঘরে ফেরান মার্টিন গাপটিলকে। দ্বিতীয় উইকেট পতন ঘটে ৩৯ রানে। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হেনরি নিকোলস (৩০*) ও রস টেইলর (৩৭*)।

আগুন ঝরানো বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন বোল্ট। সিরিজের শেষ ওয়ানডে রোববার, বাতাসের শহর ওয়েলিংটনে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩০.৫ ওভার ৯২ (রোহিত ৭, ধাওয়ান ১৩, গিল ৯, রাইডু ০, কার্তিক ০, কেদার ১, হার্দিক ১৬, ভুবনেশ্বর ১, কুলদীপ ১৫, চেহাল ১৮*, খলিল ৫; হেনরি ০/৩০, বোল্ট ৫/২১, ডি গ্র্যান্ডহোম ৩/২৬, অ্যাস্টল ১/৯, নিশাম ১/৫)।

নিউজিল্যান্ড : ১৪.৪ ওভার ৯৩/২ (গাপটিল ১৪, নিকোলস ৩০*, উইলিয়ামসন ১১, টেলর ৩৭*; ভুবেনশ্বর ২/২৫, খলিল ০/১৯, হার্দিক ০/১৫, চাহাল ০/৩২, কুলদীপ ০/২)।

ফল : নিউজিল্যান্ড

৮ উইকেটে জয়ী

সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে

ম্যান অব দ্য ম্যাচ : ট্রেন্ট বোল্ট

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close