ক্রীড়া ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০১৯

অস্ত্রোপচার করালেন অ্যান্ডি মারে

টেনিস কোর্টে অ্যান্ডি মারের সবচেয়ে বড় প্রতিপক্ষ চোট। কোমরের যন্ত্রণায় সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ব্রিটিশ টেনিস তারকা। মেলবোর্নের কোর্টে নামলেও বাদ পড়েছিলেন প্রথম রাউন্ড থেকে। ক্যারিয়ারটা দীর্ঘায়িত করার জন্য পুনর্বার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন সাবেক এক নম্বর বাছাই মারে। কোমরের অসহ্য ব্যথা থেকে মুক্তি পেতে হিপ রিসারফেসিং সার্জারি করালেন তিনবারের গ্র্যান্ড সø্যামজয়ী টেনিস খেলোয়াড়। কাল হাসপাতালের বিছানায় শুয়ে অস্ত্রোপাচারের পর নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে মারে লিখেছেন, ‘গতকাল সকালে আমার হিপ রিসারফেসিং সার্জারি হয়েছে। এখন ক্ষত আর যন্ত্রণা রয়েছে। আশা করছি আমার কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার এখন মেটালের হিপ বসেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close