ক্রীড়া ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০১৯

ম্যানইউকে টপকে গেল রিয়াল

ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে বিশ্বের ধনী ক্লাবের স্থান দখল করেছে রিয়াল মাদিদ্র। ডেলোইত্তে ফুটবল মানি লিগের বিচারে বিশ্বের ধনী ফুটবল ক্লাব এখন লস ব্লাঙ্কোসরা। ২০১৭-১৮ মৌসুমে ৭৫০.৯ মিলিয়ন ইউরো আয় করেছ ক্লাবটি। যা ওই বছরের সব থেকে বেশি আয়। এছাড়া তালিকায় দুই নাম্বারে রয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনা।

কাতালানদের আয় ৬৯০.৪ মিলিয়ন ইউরো। ঠিক তাদের পেছনেই রয়েছে ইংলিশ ক্লাব ম্যানইউ। এক থেকে নেমে এসেছে তিন নম্বরে। রেড ডেভিলদের আয় ৬৬৬ মিলিয়ন ইউরো।

ইউনাইটেডের পরের জায়গাটি দখল করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের আয়ের পরিমাণ ৬২৯.২ মিলিয়ন ইউরো। ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আয় বায়ার্নের পরেই। সিটিজেনদের আয় পরিমাণ ৫৬৮.৪ মিলিয়ন ইউরো।

এছাড়া ফ্রান্সের সবচেয়ে দামি ক্লাব পিএসজি অবস্থান ষষ্ঠ নাম্বারে। কাতার ধনকুবেরের মালিকানাধীন ক্লাবটির আয় হয়েছে ৫৪১.৭ মিলিয়ন ইউরো। ৭ নম্বরে আছে লিভারপুল। অল রেডদের আয়ের পরিমাণ ৫১৩.৭ মিলিয়ন ইউরো। লিভারপুলের পরই স্থানে আছে চেলসি। ৫০৫.৭ মিলিয়ন ইউরো আয় করেছে ব্লুজরা। চেলসির পরে আছে লন্ডনের আরেক জায়ান্ট আর্সেনাল। গানারদের এই মৌসুমে আয় ৪৩৯.২ মিলিয়ন ইউরো। ৪২৮.৩ মিলিয়ন ইউরো আয়ে শীর্ষ দশের শেষ জায়গায় আছে টটেনহাম। আয়ের দিক দিয়ে পিছিয়ে আছে কেবল ইতালিয়ান ক্লাবগুলো। ৩৯৪.৫ মিলিয়ন ইউরো আয়ে একাদশতম স্থানটা জুভেন্টাসের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close