ক্রীড়া প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০১৯

শেখ জামালকে হারাল মুক্তিযোদ্ধা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরার প্রতিশোধ

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। কাল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে নবাগত ক্লাবটি। লিগের ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে এবারের প্রতিযোগিতা শুরু করেছিল তারা। গত বছর ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে শিরোপা খুইয়েছিল বসুন্ধরা কিংস।

ম্যাচের ২১তম মিনিটে সতীর্থের ফ্লিকের পর মার্কোস দি সিলভা ঠিকঠাক শট নেওয়ার আগেই শহীদুল আলম সোহেল দ্রুত বল গ্লাভসে নিলে ভালো একট সুযোগ নষ্ট হয় বসুন্ধরা কিংসের। ৬ মিনিট পর দলটির আরেকটি প্রচেষ্টা ফিরে আসে প্রতিপক্ষের পোস্টে লেগে।

৪২ মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট করেন আবাহনীর সানডে চিজোবা। পেনাল্টি শট পোস্টের বাইরে দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেন এই নাইজেরিয়ান ফরওয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে নাসিরউদ্দিন চৌধুরী দলকে এগিয়ে নেওয়ার পর ৫৯ মিনিটে দি সিলভার বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মতিন মিয়া নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।

১০ মিনিট পর বখতিয়ারের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা ফরওয়ার্ড ড্যানিয়েল কলিনদ্রেস।

লিগের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল আবাহনী। নবাগত নোফেল স্পোর্টিংকে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল তারা। কাল অন্য ম্যাচে হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। বালো ফামোসার হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে তারা।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে কাল ৩-০ গোলে জিতে মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শুরু করেছিল দলটি।

টানা দ্বিতীয় হারের স্বাদ পেল সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল। বসুন্ধরা কিংসের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল তারা। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেওয়ার পর ৬৭ মিনিটে একক প্রচেষ্টায় ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ফামোসা কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।

৮৯ মিনিটে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে ব্যবধান হ্যাটট্রিক পূরণ করেন কোত দি ভোয়ার এই ফরওয়ার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close