ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০১৯

রোদও আটকাতে পারেনি ভারতের জয়

বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। তবে এবার রোদের জন্যই সাময়িক বন্ধ থাকল নিউজিল্যান্ড বনাম ভারতের সিরিজের প্রথম ওয়ানডে। কিন্তু ভারতের জয় তাতে আটকায়নি। সদ্য অস্ট্রেলিয়া সিরিজ জেতা ভারত হারিয়েছে কিউইদেরও। স্বাগতিকদের ১৫৮ রানের লক্ষ্য ডিএল মেথডে দাঁড়াল ১৫৬। ৮ উইকেট হাতে রেখেই সেই রান টপকে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটাতে জয় পেল ভারত।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শুরুতেই হোঁচট খায় কিউইরা। মোহাম্মদ শামির দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে ফিরেন মার্টিন গাপটিল। সিম মুভমেন্ট কাজে লাগিয়ে এক ওভার পর আবার শামির আঘাত, এবার ৮ রান করে দলীয় ১৮ ফেরেন কলিন মানরো। ফর্মে থাকা রস টেলরও ফাঁদে পড়েন যুজুবেন্দ্র চাহালের স্পিনে। ভারতের মাঠে গিয়ে স্পিনে দুর্দান্ত ছিলেন টম ল্যাথাম, তবে তিনিও টেলরের মতো একই টেম্পলেটে আউট। বলের ফ্লাইট বুঝতে ভুল করে রিটার্ন ক্যাচ দিলেন সেই চাহালকেই। ৭৬ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ডের ভরসা হিসেবে ছিলেন কেন উইলিয়ামসন। কিউই দলনেতা অবশ্য একপ্রান্ত আগলে খেলেছেন স্বভাব ভঙ্গিতে। কিন্তু ভারতের স্পিনাররা আবার চেপে বসেন কিউইদের ওপর। কেদার যাদব আরো একবার নিজের উইকেট নেওয়ার সামর্থ্য দেখালেন। ব্যক্তিগত ১২ রানেই ফেরান হেনরি নিকোলসকে। মাঝে শামি শুধু এসে স্যান্টনারকে ফিরিয়ে দিলেন। এর মধ্যে ভারতের হয়ে সবচেয়ে কম ওয়ানডেতে ১০০ উইকেটও হয়ে গেছে শামির। ১৪৬ রানে ৬ উইকেট থেকে ১৫৭ রানে অলআউট হয়ে গেল কিউইরা। সর্বোচ্চ ৬৪ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে। চার উইকেট নিয়েছেন কুলদীপ।

মামুলি রান তাড়া করতে নেমে ৪১ রানে রোহিত শর্মাকে হারায় ভারত। কিন্তু ব্রেসওয়েলের ওই উদযাপনটুকুই অনেকক্ষণ পর্যন্ত একমাত্র সুখস্মৃতি হয়ে রইল তাদের। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ৯১ রানের জুটিই ভারতের জয় নিশ্চিত করে দিয়েছে। কোহলি ৪৫ রানে আউট হলেও ধাওয়ান অপরাজিত ছিলেন ৭৫ রানে। তবে ধাওয়ান বা কুলদীপ নয়, দুর্দান্ত ওপেনিং স্পেলের জন্য ম্যাচসেরা শামিই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close