ক্রীড়া ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০১৯

বোয়েটাংকে কিনে বার্সার চমক

জানুয়ারির দলবদলের বাজারে কেভিন প্রিন্স বোয়েটাংকে কিনে চমকে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব সাস্যুলো থেকে ধারে ন্যু-ক্যাম্পে আসছেন এই জার্মান মিডফিল্ডার। হঠাৎ বার্সেলোনাতে আসতে পারায় নিজেও চমকে গেছেন বোয়েটাং। নিজের কাছেও যা ‘স্বপ্নের মতো।’ স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর বোয়েটাং বলেন, ‘আমার স্বপ্নটা সত্যি হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের।’

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও উসমানে ডেম্বেলেকে নিয়ে বার্র্সার আক্রমণভাগ সমৃদ্ধ। তবে মাঝমাঠে কাতালানদের ভুগতে হচ্ছে এবার। যার কারণে বোয়েটাংকে নিয়ে আসা। আন্দ্রেস ইনিয়েস্তা বিদায় নেওয়ার তেমন কেউ মাঝমাঠের দায়িত্বটা শক্ত হাতে সামলাতে পারছে না বার্সার। প্রথমদিকে ফিলিপ্পে কুতিনহো আলো ছড়ালেও কয়েক ম্যাচ থেকে একাদশে জায়গা পাচ্ছেন না। অবশ্য ব্রাজিলিয়ান তারকাকে মাঝমাঠের চেয়ে আক্রমণভাগে উঠেই খেলতে হচ্ছে। বোয়েটাংকে অবশ্য আক্রমণের বিকল্প হিসেবেই দলে নিয়েছেন কোচ এরনেস্তা ভালভার্দে। লা লিগা অবশ্য অচেনা নয় বোয়েটাংয়ের জন্য। টটেনহাম, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান হয়ে স্প্যানিশ ক্লাব লাস পালমাসের জার্সিতেও এক বছর কাটিয়ে গেছেন তিনি। ফ্রেঞ্জ লিগ ওয়ান ছাড়া ইউরোপের সেরা বাকি চার লিগেই খেলেছেন এই ৩১ বছর বয়সি মিডফিল্ডার। কিন্তু কোথাও থিতু হতে পারেননি। সর্বোচ্চ তিন বছর কাটিয়েছেন কেবল মিলানে। বোয়েটাংয়ের জন্য বার্সার খরচ করতে হয়েছে মাত্র ৭ মিলিয়ন পাউন্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close