ক্রীড়া ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৯

স্বেচ্ছায় ‘বেকার’ হোসে মরিনহো

গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর আপাতত বেকারই আছেন হোসে মরিনহো এবং সেটা নিজের ইচ্ছায়। বেইন স্পোর্টসকে পর্তুগিজ কোচ জানিয়েছেন, এর মধ্যেই তিনটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে ঝাল ঝেড়েছেন তার সমালোচনাকারীদেরও। মরিনহোকে ছাঁটাইয়ের পেছনে ম্যানইউর বড় যুক্তি ছিল ৫৫ বছর বয়সী কোচের ফুটবল দর্শন ক্লাবের ধরনের সঙ্গে বেমানান। তার অধীনে নিজেদের মেলে ধরতে পারছিলেন না তরুণ ফুটবলাররা। রেড ডেভিলদের সাবেক তারকা গ্যারি নেভিলও বলছেন, ভবিষ্যতে আর কোনোদিনই ক্লাবের দর্শনের সঙ্গে আপোষ করতে দেওয়া হবে না।

নেভিলের সেই কথা ধরে তাকে সূক্ষ্ম খোঁচা দিতে ছাড়েননি মরিনহো। যেকোনো ক্লাবের দুঃসময়ে দায়িত্ব নিতে মোটেও কুণ্ঠাবোধ করবেন বলেও জানিয়েছেন তিনি, ‘গ্যারি নেভিল মোটেও আমার খেলার ধরন সম্পর্কে জানে না। আমার খেলার ধরন সময় অনুযায়ী পাল্টায়। ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের এবং পেপ গার্দিওলা ম্যানসিটিকে যে অবস্থায় পেয়েছিল আমিও সে

অবস্থায় যেকোনো ক্লাবের দায়িত্ব নিতে চাই। আর আমি এর মধ্যেই তিনটি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ আমি

যেমনটা চাই সেগুলো মোটেও তেমন ছিল না!- যোগ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close