ক্রীড়া ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০১৯

হেরেও শেষ আটে রিয়াল

মৌসুমের শুরু থেকে নিজেদের হারিয়ে খোঁজা রিয়াল মাদ্রিদ আবার হেরে বসেছে। সান্তিয়াগো সোলারির দল এবার হেরেছে লেগানেসের মাঠে; ১-০ গোলে। রিয়ালের হারটা স্প্যানিশ কোপা ডেল রে’র শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে।

তবে হারলেও প্রত্যাশিতভাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। মূল কাজটা যে গত সপ্তাহে প্রথম লেগেই সেরে রেখেছিল তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওই ম্যাচে লেগানেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। ফিরতে লেগে লেগানেস যেন মধুর একটা প্রতিশোধই নিল। কিন্তু তাতেও বিদায় ঠেকাতে পারেনি তারা। সার্বিকভাবে ৩-১ গোলের জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত হয়ে গেছে রিয়ালের। রিয়ালের হোঁচটের রাতে অঘটনের শিকার হয়েছে ১০ বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে জিরোনার সঙ্গে ৩-৩ গোলের থ্রিলার ড্র করে। প্রথম লেগেও ১-১ গোলে ড্র হয়েছিল। তাই অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে উঠেছে জিরোনা। বিদায় নিয়েছে অ্যাটলেটিকো।

পরশু চোট পেয়ে বাইরে থাকা গ্যারেথ বেল, করিম বেনজেমা, থিবাউট কোর্তোয়াসহ নিয়মিত একাদশের অনেককে ছাড়া নেমেছিল রিয়াল। ম্যাচের শুরুতেই অনিয়মিত রিয়ালের রক্ষণকে চাপে রেখে খেলে স্বাগতিক লেগানেস। ঘরের মাঠে ৩০ মিনিটে এগিয়েও যায় তারা। ছোট ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে টোকা দিয়ে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন লেগানেসের ডেনিশ স্ট্রাইকার ব্রাথওয়েট। তবে গত দুই দশকের মধ্যে এমন বাজে অবস্থা আর হয়নি রিয়ালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের প্রতিনিধি হয়ে আসা ক্যাসেমিরো বলেছেন, ‘আমরা ম্যাচটা হারলাম কিন্তু পরের রাউন্ডে গেলাম। আমরা কেমন খেললাম যদি তা নিয়ে কথা বলি, তাহলে বলব প্রথমার্ধে আমাদের গভীরতার অভাব ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভালো করেছি।’

ব্রাজিলিয়ান ডিফেন্ডার আরো বলেছেন, ‘আমরা সব সময় জয়ের জন্য খেলি। সত্যি কথা বলতে, আমরা খুব ভালো অবস্থায় নেই। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছি, লা লিগায় কিছুটা পিছিয়ে আছি এবং এখন কোপা দেল রে’র পরের পর্বে উঠলাম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close