ক্রীড়া ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৯

টটেনহামের চিন্তা বাড়ালেন কেন

গত মৌসুমেও চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছিল হ্যারি কেনকে। চলতি মৌসুমেও পায়ের চোটে শিকার হয়ে প্রায় এক মাসের নির্বাসনে চলে গেছেন টটেনহাম ফরওয়ার্ড। চোট থেকে সারতে ইংলিশ অধিনায়ক মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে পায়ে ব্যথা পেয়েছিলেন কেন। ম্যাচের পুরোটা সময়ই অবশ্য খেলেছিলেন তিনি। তবে মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে তার বাঁ-গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। সুস্থ হয়ে মার্চের শুরুতে বিশ্বকাপের এই গোল্ডেন বুটজয়ী অনুশীলনে ফিরতে পারেন বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগের কোনোটিতেই খেলার সম্ভাবনা নেই। চলতি মৌসুমে এখন পর্যন্ত টটেনহামের পক্ষে সর্বোচ্চ ২০ গোল করা কেনের। আগামী ২৪ জানুয়ারি চেলসির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালও খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ফুটবলার।

এ ছাড়া লিগে আর্সেনাল ও চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেও কেনকে পাবে না ২২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা কোচ মাউরিসিও পচেত্তিনোর দল। তাদের চেয়ে ৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। শুধু তা-ই নয়, এশিয়া কাপের জন্য সামনের ম্যাচগুলোয় দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ড সং হিয়ুং মিনকেও পাচ্ছে টটেনহাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close