ক্রীড়া ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০১৯

নিষিদ্ধ হওয়ার পথে পান্ডিয়া-রাহুল

ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কারণ দর্শাও নোটিশ পেয়েছেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। রিয়েলিটি শো ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে নারীদের নিয়ে বেফাঁস কথা বলে নিষিদ্ধ হওয়ার পথে ভারতের এই দুই ক্রিকেটার। গত রোববার বলিউড প্রযোজক ও পরিচালক করন জোহারের উপস্থাপনায় ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করেন পান্ডিয়া ও রাহুল। বিশেষ করে পান্ডিয়ার মুখ চলেছে বেশি। পরে বোর্ডের নোটিশ দেখে অবশ্য ক্ষমাও চেয়েছেন।

ক্রিকেটারদের এমন আচরণ দলীয় ভাবমূর্তিকে নষ্ট করছে দাবি করে পান্ডিয়া ও রাহুলকে দুই ম্যাচ নিষিদ্ধ করার জন্য সুপারিশ করেছেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর প্রধান বিনোদ রাই। পরশু এক কলামে ক্রিকেটারদের এমন আচরণ ক্ষমার যোগ্য নয় বলে জানান তিনি, ‘কোনো ক্ষমাই তাদের প্রাপ্য নয়। আমি ডায়ানা এডুলজিকে (আরেকজন পরিচালক) শাস্তির ব্যাপারে সুপারিশ করেছি। তিনি মনে করেন, দুজনকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া উচিত।’

কেবল বোর্ডই নয়, পান্ডিয়া ও রাহুল পাশে পাচ্ছেন না অধিনায়ক বিরাট কোহলিকেও। দুই সতীর্থের আচরণ গ্রহণযোগ্য নয় বলেই মত ভারত অধিনায়কের, ‘ভারতীয় ক্রিকেট দলের দৃষ্টিভঙ্গি বিবেচনা করলে তারা যে মন্তব্যগুলো করেছে তা একদমই অগ্রহণযোগ্য এবং আমরা এসব সমর্থন করতে পারি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close