ক্রীড়া ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০১৯

১ ঘণ্টা পেছাল বিপিএলের ম্যাচ

বিপিএলে ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টার ম্যাচ শুরু হবে দেড়টায়। আর সন্ধ্যা সাড়ে ৫টার ম্যাচ সাড়ে ৬টায়। আজ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুরের ম্যাচ ২টায় ও সন্ধ্যার ম্যাচ ৭টায় শুরু হবে। মাঠে দর্শক উপস্থিতি কম ও উইকেট থেকে রান কম আসায় আলোচনা-সমালোচনার পর এ সিদ্ধান্ত নিল বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের ষষ্ঠ আসরে এ পর্যন্ত ম্যাচ হয়েছে আটটি। এই আট ম্যাচের ১৬ ইনিংসে সর্বোচ্চ রান হয়েছে ১৯২। খুলনা টাইটানসের বিপক্ষে ওই স্কোর গড়েছিল ঢাকা ডায়নামাইটস। ১৬ ইনিংসে ১৫০ ছাড়ানো স্কোর হয়েছে মাত্র ছয়টি।

দলীয় স্কোরের প্রতিফলন দেখা যায়, ব্যাটসম্যানদের ব্যক্তিগত পারফরম্যান্সেও। ১৬ ইনিংসে এখনো কোনো সেঞ্চুরির দেখা মেলেনি। হাফসেঞ্চুরি এসেছে সাতটি। যার দুটি একাই করেছেন ঢাকার আফগানিস্তানের ওপেনার হযরতউল্লাহ জাজাই। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৭৮ আফগান তারকারই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close