ক্রীড়া ডেস্ক

  ২৮ ডিসেম্বর, ২০১৮

বোল্ট আগুনে পুড়ল শ্রীলঙ্কা

অসহায় সেনাপতির মতো এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া-আসা দেখলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৩*)। প্রথম টেস্টে নিজের ব্যাটকে ঢাল বানিয়ে লড়াই করে নিশ্চিত হার থেকে লঙ্কানদের বাঁচিয়ে ছিলেন। এবারও পারবেন কি না তা সময়ে বলে দিবে। কিন্তু ক্রাইস্টচার্চে কালকের দিনটিতে তাকে দেখতে হয়েছে ট্রেন্ট বোল্ট তান্ডব। প্রথম ইনিংসে ৮৮ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা কাল স্কোরবোর্ডে মাত্র ১৬ রান যোগ করতেই হারিয়েছে শেষ ৬ উইকেট। সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৪ রান। ৫টি এলবিডাব্লিউ ও বাকিটা টিম সাউদির হাতে ক্যাচ বানিয়ে সফরকারীদের উপড়ে ফেলেছেন বোল্ট। লঙ্কানদের শেষ ৪ উইকেট সাজঘরে ফিরেছে রানের খাতা খোলার আগেই।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৭৮ রান করা কিউইরা কাল ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করেছে ২৩১ রানে। লঙ্কানদের চেয়ে তারা এগিয়ে ৩০৫ রানে। জিৎ রাভাল ও টম লাথাম উভয়ে করেছেন ৭৪ রান। অধিনায়ক কেন উইলিয়ামস ফিরেছেন অর্ধশতক থেকে ২ রান দূরে থাকতে। স্বাগতিকরা হয়ে আজ তৃতীয় দিন শুরু করবে লাথাম (৭৪*) ও রস টেইলর (২৫*)। লাহিরু কুমারা ও দিলরুয়ান পেরেরা নিয়েছেন একটি করে উইকেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close