ক্রীড়া ডেস্ক

  ২৮ ডিসেম্বর, ২০১৮

হাঁপ ছেড়ে বাঁচল রোনালদোর জুভেন্টাস

বদলি হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন মাঠে নামলেন তখন ২-১ গোলে পিছিয়ে জুভেন্টাস। চলতি মৌসুমে ইতালিয়ান সিরি’এ লিগে প্রথম পরাজয় চোখ রাঙাচ্ছিল তুরিনের বুড়িদের। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য টানা খেলার ধকল কাটাতে বিশ্রাম দিয়েছিলেন পর্তুগিজ উইঙ্গারকে। কিন্তু দল যখন হারের মুখে তখন আর বসে থাকতে পারলেন না সিআর সেভেন। রোনালদো তো জানেনই কিভাবে বিপদের মুখে দলকে উদ্ধার করতে হয়। সামি খেদিরার বদলে জুভ ফরওয়ার্ড মাঠে নামলেন ৬৫ মিনিটে। ৭৮ মিনিটে মারিও মানজুকিচের মাথা ছুঁয়ে আসা বলে শক্তিশালী হেডে বল জড়িয়ে দিলেন স্বাগতিকদের জালে। অবশেষে হারের মুখ থেকে আটালান্টার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে উদ্ধার জুভেন্টাস।

জুভেন্টাসের জন্য ৩৩ বছর বয়সী রোনালদো কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয় আরেকবার প্রমাণ পেয়ে গেছে সমালোচকরা। রিয়াল মাদ্রিদে থাকাকালীনও মুহূর্তে ম্যাচের প্রেক্ষাপট ঘুরিয়ে দিতে ওস্তাদ ছিলেন তিনি। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডেও তা একাধিকবার প্রমাণ দিয়েছেন রোনালদো। জুভেন্টাসের হয়ে প্রথম ৩ ম্যাচে গোলশূন্য থাকলেও ছুটিতে যাওয়ার আগে ১২ গোল করে সিরি’এ লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনিই। ১৩ গোল নিয়ে তার সামনে আছে কেবল জেনোয়ার ক্রাজিসটফ পিয়েতেক। তবে ৫ অ্যাসিস্টে রোনালদো আছে শীর্ষে। টোটাল ৮৮ শতাংশ টার্গেট শটেও রোনালদো ছাপিয়ে গেছেন সবাইকে।

ম্যাচে ২ মিনিটেই অবশ্য আটালান্টার বেরাত জিমিস্টির আত্মঘাতী গোলে যায় জুভেন্টাস। কিন্তু ব্যবধানটা ধরে রাখতে না পেরে ডুভান জাপাতার ২৪ ও ৫৬ মিনিটের জোড়া গোলে উল্টো খাদের কিনারে পড়ে যায় তারা। তবে রোনালদোর কল্যাণে শেষ পর্যন্ত অপরাজিত থাকাটা ধরে রাখল গত ৭ আসরের রেকর্ড সিরি’এ চ্যাম্পিয়নরা।

আরেক ম্যাচে ঘরের মাঠ সানসিরোতে শেষ মিনিটের গোলে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মিলান। ৯০ মিনিটে লওরাতো মার্টিনেজের গোলে নাপোলির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করেছে নেরাজ্জুরিরা। তবে সানসিরোর আরেক ক্লাব এসি মিলান গোলশূন্য ড্র করেছেন পুঁচকে ফ্রোসিনোনের মাঠে। ড্র পেলেও ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে জুভেন্টাস বছর শেষ করেছে সিংহাসন ধরে রেখে। পরশু হারলেও দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে নাপোলি। জুভদের সঙ্গে তাদের পার্থক্য ৯ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৩৬। ৩১ পয়েন্ট নিয়ে চারে লাৎসিও। ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এসি মিলান। এক পয়েন্ট কম নিয়ে পরের স্থানে আছে পরশু বড় জয় পাওয়া রোমা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close