ক্রীড়া ডেস্ক

  ২৭ ডিসেম্বর, ২০১৮

ওয়ার্নারকেই দুষলেন ব্যানক্রফট

এই বছর মার্চে বল টেম্পারিংয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটের শিরীষ কাগজ দিয়ে বল ঘষার ব্যাপারটি। এ জন্য ৯ মাসের নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি। বল টেম্পারিংয়ের এ ঘটনার সঙ্গে ব্যানক্রফটের পাশাপাশি জড়িয়ে পড়ে অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নামও। নিষেধাজ্ঞার মেয়াদ এখনো শেষ হয়ে যায়নি। এরই মধ্যে ব্যানক্রফট বলেছেন, তাকে বল টেম্পারিংয়ের নির্দেশ দিয়েছিলেন ওয়ার্নার। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানক্রফট এ ব্যাপারে ওয়ার্নারকেই দোষারোপ করেছেন, ‘তিনি আমাকে বল টেম্পারিং করতে বলেছিলেন। ম্যাচে আমাদের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। সে অবস্থার পরিপ্রেক্ষিতেই তিনি তা করতে বলেন। আমি দলের কোনো একটা ব্যাপারে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে চেয়েছিলাম। এ কারণেই ওয়ার্নারের কথা আমি শুনি। আমি এ ব্যাপারে আর কিছুই জানি না।’

ব্যানক্রফট এ ঘটনায় ওয়ার্নারকে মূল হোতা বলছেন এমন একটা সময়, যখন ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তেও এই কুকর্মের মূল নায়ক হিসেবে অজি ওয়ার্নারের কথা বল হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close