ক্রীড়া ডেস্ক

  ২৫ ডিসেম্বর, ২০১৮

রিয়ালকে আর্সেনাল

ওজিলকে নাও ইস্কোকে দাও

রিয়াল মাদ্রিদ ও জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী খেলোয়াড় মেসুত ওজিলকে ২০১৩ সালে দলে নেয় আর্সেনাল। তবে বর্তমানে শোনা যাচ্ছে সেই ওজিলকেই ছেড়ে দিতে চায় গানাররা।

আগামী জানুয়ারিতে দ্বিতীয় দলবদলের সময়সীমা। ওজিলকে ছাড়ার কারণ নতুন আর্সেনাল কোচ উনাই এমরির পরিকল্পনায় ঠিকমতো নেই তিনি। চলতি সপ্তাহের লিগ কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচেও দলে ছিলেন না ওজিল। ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, রিয়ালের হাতে ওজিলকে তুলে দিয়ে এবং সঙ্গে প্রচুর নগদ অর্থের বিনিময়ে ইস্কোকে নিতে ইচ্ছুক আর্সেনাল। চলতি মৌসুমে রিয়ালের নতুন কোচ সান্তিয়াগো সোলারির দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না স্প্যানিশ তারকা ইস্কোও। এদিকে পুরো সময় খেলতে চান ইস্কো। তবে ইস্কোর দাম রাখা হয়েছে ১০ কোটি পাউন্ড। ফলে তাকে নিতে গেলে অনেকটাই নগদ দিতে হবে আর্সেনালকে। একই সঙ্গে ইস্কোকে নিজেদের টার্গেটে রেখেছে ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহামের মতো ইংলিশ ক্লাবগুলোও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close