ক্রীড়া ডেস্ক

  ২৫ ডিসেম্বর, ২০১৮

লড়াই করবে টটেনহাম

বড়দিন উপলক্ষে আজ থেকে উৎসব শুরু হবে ইউরোপজুড়ে। ছুটির আগেই গোল উৎসব সেরে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম। আট গোলের ম্যাচে এভারটনের জালে গুনে গুনে ছয় গোল দিয়েছে স্পার্সরা। গুডিসন পার্কে কোচ মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা জিতেছে ৬-২ ব্যবধানে। জোড়া গোল করেছেন সং হিয়ুং মিন ও অধিনায়ক হ্যারি কেন।

ঘরের মাঠে ২১ মিনিটে থিও ওয়ালকটের গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। আর তাতেই যেন আঁতে ঘা লাগে স্পার্সদের। ২৭ মিনিটে সং দিয়ে শুরু। কোরিয়ান ফরওয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে। তার আগেই প্রথমার্ধে ব্যবধানটা ৩-১ করে ফেলে টটেনহাম। ৩৫ মিনিটে ডেলে আলি ও ৪২ মিনিটে কেনের গোলে বিরতিতে যায় তারা। ৪৮ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসন। ৫১ মিনিটে টফিজদের ব্যবধানটা কমান গিলফি সিগুরসন। ৭৪ মিনিটে এভারটনের জালে শেষ বলটি জড়িয়ে দেন কেন।

গুরুত্বপূর্ণ এই জয়ে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানটা ধরে রেখেছে টটেনহাম। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের দূরত্ব এখন দুই পয়েন্টের। স্পার্সদের পয়েন্ট ৪২ ও সিটিজেনদের ৪৪। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছে লিভারপুল। তিনে থাকলেও শিরোপা দৌড়ে

লিভারপুল, ম্যানসিটিকে ‘পরিষ্কারভাবে ফেভারিট’ মানছেন স্পার্স কোচ পচেত্তিনো, ‘প্রিমিয়ার লিগে শিরোপা জেতা অত্যন্ত কঠিন, তবে আমরা ভালোই চেষ্টা করছি। এই মৌসুমে

পরিষ্কারভাবে

ফেভারিট হচ্ছে লিভারপুল ও ম্যানসিটি। আমরাও আছি। চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডেরও সম্ভাবনা আছে।’

পচেত্তিনো আরো বলেন, ‘ফুটবল হচ্ছে সম্পূর্ণভাবে ধারাবাহিক খেলা। আমরা যদি ধারাবাহিকভাবে ভালো করতে সমর্থ হই, তবে আমাদের সম্ভাবনাও আছে। আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে।’

টটেনহাম প্রিমিয়ার লিগের কুলীন ক্লাব হলেও এখন পর্যন্ত শিরোপা জিতেছে মাত্র দুবার। তার মধ্যে শেষটি এসেছে ১৯৬০-৬১ মৌসুমে। তবে গত তিন মৌসুম ধরে তরুণ খেলোয়াড়নির্ভর ক্লাবটি বারবার আশা জাগিয়েও শিরোপার স্বাদ পায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close