ক্রীড়া ডেস্ক

  ২৪ ডিসেম্বর, ২০১৮

রিয়াল মাদ্রিদের চতুর্থ শিরোপা

রিয়াল মাদ্রিদ ৪ - ১ আল আইন

গত তিন আসর ধরে উয়েফা চ্যাম্পিয়নস লিগে রেকর্ড টানা তিনবার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার ক্লাব বিশ্বকাপেরও হ্যাটট্রিক শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। কাল আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বড়দিনের উৎসবের আগেই শিরোপা উৎসবটা সেরে নিয়েছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের আসর এখনো শেষ হয়নি। তার আগেই প্রথম শিরোপাটি ঘরে তুলে নিল রিয়াল। ২০১৬ সালে তারা জাপানের ক্লাব কাশিমা এনলার্স, ২০১৭ সালে ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে হারিয়েছিল অলহোয়াইটরা। এবার হ্যাটট্রিক রেকর্ড করল আল আইনের বিপক্ষে।

আল আইন ফাইনালে উঠেছিলে চমক সৃষ্টি করে। ল্যাটিন আমেরিকার ‘কোপা লিবার্তোদোরেস’ জয়ী রিভার প্লেটকে টাইব্রেকারে হারিয়ে দেয় তারা। তবে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে প্রতিরোধের ছিটে ফোঁটাও দেখাতে পারেনি ক্লাবটি। ম্যাচের ১৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ব্যালন ডি’অর জয়ী লুকা মডরিচ। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। ৭৮ মিনিটে ব্যবধানটা তিনগুণ করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ৮৬ মিনিটে শিতোয়ানির গোলে ব্যবধান কমায় আল আইন। কিন্তু যোগ করা সময়ে আত্মঘাতী গোল খেয়ে বসে তারা।

রিয়ালের মতো ব্যক্তিগতভাবে একটি অনন্য রেকর্ড সৃষ্টি করেছে টনি ক্রুস। প্রথম ফুটবলার হিসেবে ৫টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন রিয়ালের এই জার্মান মিডফিল্ডার। রেকর্ড হ্যাটট্রিক শিরোপার পাশাপাশি ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল ক্লাবও রিয়াল। ২০০০ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে রিয়াল শিরোপা জিতেছে চারবার। তিনবার জিতেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close