ক্রীড়া ডেস্ক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

নতুন বছরে ‘স্যার’ হচ্ছেন কুক

নতুন বছরেই নতুন নামে পরিচিত হতে যাচ্ছেন অ্যালিস্টার কুক। ২০১৯ সালের শুরুতেই সম্মানজনক নাইটহুড উপাধি পাচ্ছেন তিনি। তারপর থেকে সাবেক ইংল্যান্ড অধিনায়কের নতুন নাম হবে ‘স্যার অ্যালিস্টার কুক’।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান সংগ্রাহক কুক। মাস তিনেক আগে ভারতের বিপক্ষে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ক্যারিয়ারের শেষ টেস্টেও শতরান করেন তিনি।

চলতি মাসের ক্রিসমাস ডে’তে ৩৪ বছরে পা রাখতে যাচ্ছেন কুক। ২০০৭ সালে ইয়ান বোথামের পর প্রথম কোনো ইংলিশ ক্রিকেটার হিসেবে নাইট উপাধি পাচ্ছেন তিনি। আর হতে যাচ্ছেন সব মিলিয়ে নাইট পাওয়া ১০ ইংলিশ ক্রিকেটার। ১৬১ টেস্টের ক্যারিয়ারে কুক রান করেছেন ১২, ৪৭২। ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া টানা ১৫৯টি টেস্ট খেলার রেডর্কও আছে তার। ১২ বছরের ক্যারিয়ারে কুক

প্রথম টেস্ট মিস করেন ২০০৬ সালে। মজার ব্যাপার, ওটাই ছিল তার অভিষেক সিরিজ। যে সিরিজ তিনি আবার সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন। কিন্তু ইনজুরির কারণে পরের টেস্টে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়ে যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close