ক্রীড়া ডেস্ক

  ১৯ ডিসেম্বর, ২০১৮

ইউরোপে ফিরছেন না ইব্রা

গুঞ্জন উঠেছিল এলএ গ্যালাক্সি ছেড়ে পুরনো ঠিকানা এসি মিলানে ফিরে যাবেন জøাতান ইব্রাহিমোভিচ। সে ক্ষেত্রে ডেভিড বেকহামের পর মার্কিন ফুটবল থেকে ইউরোপে ফেরা দ্বিতীয় খেলোয়াড় হতেন তিনি। তবে আপাতত ইতালির সান সিরোতে ফেরা হচ্ছে না সুইডিশ ফরওয়ার্ডের। ২০১৯ পর্যন্ত মেজর সকার লিগের ক্লাব গ্যালাক্সিতেই থাকছেন ইব্রা। গত সোমবার এক বছরের জন্য ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও করেছেন এই ৩৭ বছর বয়সী তারকা।

গত মার্চেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মার্কিন ফুটবলের ক্লাব এলএ গ্যালাক্সিতে আসেন ইব্রা। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ২২ গোল করেছেন তিনি। ৫০০ গোলের মাইলফলকটাও তিনি পূরণ করেন মেজর লিগে। ইব্রার এমন অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও মৌসুম শেষে গ্যালাক্সি ব্যর্থ হয়েছে প্লে-অফে উন্নীত হতে।

প্রায় ২০ বছরের ক্লাব ক্যারিয়ারে ইব্রা ৭টি দেশের ৯টি ক্লাবের হয়ে খেলেছেন। ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে কেবল জার্মান বুন্দেসলিগায় খেলা হয়নি তার।

এ ছাড়া জাতীয় দলের জার্সিতে ১১৬ ম্যাচে সর্বোচ্চ ৬২ গোল আছে ইব্রার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close