ক্রীড়া ডেস্ক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

মেসির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

এক রাতেই দুটি প্রতিশোধ তুললেন লিওনেল মেসি। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরও ব্যালন ডি’অর পুরস্কারটা হাতে উঠেনি, উল্টো ছিলেন তালিকার পঞ্চম স্থানে। দ্বিতীয়টি হচ্ছে, গত মৌসুমে লিগে নিজেদের প্রথম ৩৬ ম্যাচে অপরাজিত থেকে লেভান্তের মাঠে খেলতে নেমে ৫-৪ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই আসরে সেটাই ছিল তাদের একমাত্র পরাজয়। অবশ্য সেই ম্যাচে খেলেননি মেসি। হ্যাটট্রিক করেছিলেন ফিলিপ্পে কুতিনহো। কিন্তু নিজের ক্লাবকে এভাবে হারতে দেখে হয়তো ভালো লাগেনি মেসির। প্রতিশোধটা তাই লেভান্তের মাঠেই নিয়ে নিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

কাতালানদের গোল উৎসবের রাতে লেভান্তেকে নিয়ে ছেলে খেলাই খেললেন এলএমটেন। ১০ জনের দল হয়ে পড়া লেভান্তের জালে কোচ এরনেস্তো ভালভার্দের দল বল পাঠিয়েছে পাঁচবার। গোল উৎসবটা শুরু করেন লুইস সুয়ারেজ। ৩৫ মিনিটে মেসির পাস থেকে বার্সাকে এগিয়ে দেন উরুগুইয়ান ফরওয়ার্ড। এরপরই মেসি ঝড়। ৪৩, ৪৭ ও ৬০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এই নিয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ ১৪ গোল করলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। পাশাপাশি আসরে সতীর্থদের দিয়ে করিয়েছেন সর্বোচ্চ ১০ গোল।

৭৬ মিনিটে উসমানে ডেম্বেলেকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেভান্তের কাভাকো। ৮৮ মিনিটে স্বাগতিকদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। বলটিরও যোগানদাতা ছিলেন মেসি।

৩১ বছর বয়সেও মেসির এমন উজ্জ্বল পারফরম্যান্সে খুশি কোচ ভালভার্দে বলেন, ‘সে (মেসি) এমন একজন যে আমাদের খেলা তৈরি করে, আমাদের অবিশ্বাস্য সব গোল এনে দেয়... আমাদের শুধু তাকে উপভোগ করতে হবে।’

এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে বার্সেলোনা। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ফলাফল

লেভান্তে ০-৫ বার্সেলোনা

সেভিয়া ২-০ জিরোনা

এস্পানিওল ১-৩ বেটিস

হুয়েস্কা ২-২ ভিয়ারিয়াল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close