ক্রীড়া ডেস্ক

  ১৫ ডিসেম্বর, ২০১৮

পার্থ টেস্ট

সবুজ পিচে উজ্জ্বল অজিরা

অ্যাডিলেডের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল সফরকারী ভারত। তবে কাল পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে সমতায় ফেরানোর মানসিকতা নিয়েই ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জীবন্ত সবুজ ঘাসের প্রাণবন্ত উইকেটে ব্যাট-বলের লড়াইটাও জমল তুমুল। দিন শেষে অবশ্য চওড়া হাসিটা অজিদেরই। শুরু আর মাঝের দারুণ দুটি জুটিতে পার্থের নতুন স্টেডিয়ামের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। চার পেসারের ভারতকে সামলে সেই দুই জুটিতে বড় অবদান মার্কাস হ্যারিস ও ট্রাভিস হেডের।

পার্থ টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া তুলেছে ৬ উইকেটে ২৭৭ রান। সাধারণ সমীকরণে হয়তো এই স্কোরে এগিয়ে রাখা মুশকিল কোনো এক দলকে। তবে উইকেটের কারণেই দিনশেষে এগিয়ে রাখতে হচ্ছে অজিদের।

উইকেটে ঘাস দেখেই ভারত একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে। নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয়বার একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। চোট পেয়ে ছিটকে যাওয়া রোহিত শর্মার জায়গায় ডাক পাওয়া হনুমা বিহারি প্রথম দিনেই এনে দিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে তার আগে গ্রিন ব্যাগিদের দারুণ ভিত গড়ে দেন হ্যারিস ও অ্যারন ফিঞ্চ। প্রথম সকালের চ্যালেঞ্জ সামলে দুই ওপেনার গড়েন ১১২ রানের উদ্বোধনী জুটি। জুটি ভেঙেছে ফিঞ্চের বিদায়ে। আবারও ঈশান্ত শর্মার ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

এরপরই আসে ভারতের সেরা সময়টুকু। তিনে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা উসমান খাজাকে ফেরান উমেশ যাদব। দারুণ খেলতে থাকা হ্যারিসকে ৭০ রানে থামান বিহারি। সুবিধা করতে পারেননি পিটার হ্যান্ডসকমও। চমৎকার শুরুর পরও ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই খাদ থেকে দলকে টেনে তুলেন হেড ও শন মার্শ। পঞ্চম উইকেটে গড়েন ৮৪ রানের জুটি। এই জুটিও ভাঙেন বিহারি। আজিঙ্কা রাহানের হাতে তালুবন্দি হয়ে ৪৫ রানে ফিরেন মার্শ। সতীর্থের বিদায়ের পর ৫৮ রানে ফিরে যান হেডও। দিনের বাকি সময়টুকু কাটিয়ে দেন অধিনয়াক টিম পেইন ও প্যাট কামিন্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close