ক্রীড়া ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৮

চাকিংয়ে নিষিদ্ধ লঙ্কান স্পিনার ধনঞ্জয়

স্পিনার জন্ম দিতে শ্রীলঙ্কার জুড়ি নেই। কিংবদন্তি মুত্তিয়া মুরালি ধরন থেকে শুরু করে হালের দুই হাতে বোলিং করতে পারা কামিন্দু মেন্ডিস পর্যন্ত বেশ কয়েকজন রহস্য স্পিনার খেলেছেন

লঙ্কান জার্সিতে। এদের মধ্যে একজন আকিলা ধনঞ্জয়। তিনি কখনো অফ ব্রেক, কখনো গুগলি কিংবা একই অ্যাকশনে

লেগ ব্রেক করে ব্যাটসম্যানদের বিপাকে ফেলার কাজটা বেশ ভালোই করতেন ২৫ বছর বয়সী ধনঞ্জয়। কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেই বেরিয়ে এলো ভেতরের রহস্য।

মূলত চাকিং করার কারণেই এত বৈচিত্র্যময় বোলিং করতে পেরেছেন ধনঞ্জয়। তবে আর নয়, আইসিসির পরীক্ষায় পাস করতে না পারায় তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়েছে ধনঞ্জয়কে।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্ট চলাকালীন প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ হয় ধনঞ্জয়ের বোলিং অ্যাকশন। আইসিসির নির্দেশে নভেম্বরের ২৩ তারিখ ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা করা হয় তার অ্যাকশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close