ক্রীড়া ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৮

আজ পরীক্ষার্থী কেবল লিঁও

‘জি’ গ্রুপ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে গত তিন আসরের রেকর্ড শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে লস ব্লাঙ্কোসদের পদাঙ্ক অনুসরণ করেছে ইতালিয়ান ক্লাব রোমাও। দুই দলের আজকের ম্যাচটি তাই নিয়ম রক্ষার। তবে রিয়ালের জন্য আজকের ম্যাচটি প্রতিশোধেরও। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই সিএসকেএস মস্কোর বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল অলহোয়াইটরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রাশিয়ান ক্লাবটির বিপক্ষে প্রতিশোধের জন্যই মাঠে নামবে কোচ সান্তিয়াগো সোলারির শিষ্যরা। মস্কো অবশ্য অনেক আগেই ছিটকে গেছে লড়াই থেকে। অন্যদিকে রোমান গ্ল্যাডিয়েটররা খেলবে নির্ভার চিত্তেই। হারলেও ক্ষতি নেই তাদের। গত ম্যাচেই ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লাজেনকে।

তবে সাত পয়েন্ট নিয়ে নির্ভার নেই ফরাসি ক্লাব লিঁও। আজকে জিতলেই ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোত পা রাখবে তারা। একই সমীকরণকে সামনে রেখেই লিঁওকে ঘরের মাঠে স্বাগত চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেন। জিতলেই তারা আট পয়েন্ট নিয়ে উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গ্রুপের আরেক জায়ান্ট দল ম্যানসিটি আছে স্বস্তিতে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব হফেনহেইম।

প্রতিপক্ষ ‘দুর্বল’ হলেও ছাড় দিতে চাইবে না সিটিজেনরা। গত ম্যাচেই তারা ইংলিশ প্রিমিয়ার লিগে তারা টানা ২১ ম্যাচ পর পয়েন্ট খুইয়েছে চেলসির মাঠে। পরাজয়ের গ্লানি ভুলে পুনরায় জয়ের ধারায় ফিরতে প্রস্তুত কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। তবে চোটে থাকা দলের প্রাণভোমরা সার্জিও আগুয়েরোকে আজকেও হয়তো দেখা না যেতে পারে।

‘ই’ গ্রুপ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শেষ ষোলো নিশ্চিত করেছে ১১ পয়েন্ট পাওয়া ডাচ ক্লাব আয়াক্সও। তবে আজকের ম্যাচটিতে দুই দল লড়াই করবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাভারিয়ানরা। আর জিতলে আয়াক্স। ম্যাচটি নেদারল্যান্ডসে বিধায় আজ জেতার জন্য মুখিয়ে থাকবে বায়ার্ন। ঘরের মাঠে এবারের প্রথম সাক্ষাতে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। তবে জন্মভূমিতে ফেরার দিনে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইবেন বায়ার্ন মিডফিল্ডার আরিয়েন রোবেন।

আয়াক্স-বায়ার্নের মতো গ্রুপ সেরা হওয়ার জন্য আজ মাঠে নামবে জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে আপাতত ‘এইচ’ গ্রুপের শীর্ষে থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজ জয় চাইবে তুরিনের বুড়িরা। অবশ্য অ্যাওয়ে ম্যাচটিতে আজ তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল ইয়ং বয়েজ। তবে ড্র বা পা ফসকালেই গ্রুপ সেরা হওয়ার দৌড়ে তাদের পেছনে ফেলে দিবে রেড ডেভিলরা। লড়াই থেকে ছিটকে যাওয়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজ জয়ের আশা নিয়ে স্পেন যাবে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

আজ মুখোমুখি

আয়াক্স - বায়ার্ন মিউনিখ

বেনফিকা - অ্যাথেন্স

ম্যানসিটি - হফেনহেইম

শাখতার দোনেৎস্ক - লিঁও

রিয়াল মাদ্রিদ - সিএসকেএস মস্কো

ভিক্টোরিয়া প্লাজেন - রোমা

ভ্যালেন্সিয়া - ম্যানইউ

ইয়ং বয়েজ - জুভেন্টাস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close