ক্রীড়া ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৮

ঘুমকাতুরে ডেম্বেলে

নেইমার চলে যাওয়ার পর তাকে কেনা হয়েছিল। নেইমারের মতো না হলেও তার কাছাকাছি পারফরম্যান্স যেন করতে পারেন সে প্রত্যাশায়। প্রথম মৌসুমে দীর্ঘদিন ইনজুরিতে থাকায় সেটি তেমন প্রমাণ করতে পারেননি। বর্তমান মৌসুমে উসমানে ডেম্বেলে ফিরেছেন স্বরূপে। কিন্তু অত্যন্ত প্রতিভাবান হয়েও ঘুমের কারণে বারবারই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ২১ বছর বয়সী এই ফুটবলারকে। ঘটনার সূত্রপাত হয় গত রোববার। স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, শনিবার কাতালান ডার্বিতে দারুণ এক গোল করেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ডেম্বেলে। নজরকাড়া গোলের পর আবারও নিয়মানুযায়ী সকালে অনুশীলনে আসার কথা। কিন্তু অতিরিক্ত ঘুমাতে গিয়ে বাঁধিয়ে ফেলেন বিপত্তি। যার কারণে নু-ক্যাম্পের অনুশীলনে যোগ দিতে পারেননি। বার্সা অবশ্য ডেম্বেলের এমন আচরণ ভাল চোখে নেয়নি। সরাসরি সতর্ক করে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close