ক্রীড়া ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৮

মহারণ এবার অ্যানফিল্ডে

হারলেই সব শেষ। এমন কঠিন সমীকরণকে সামনে রেখেই আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মাঠে নামছে ‘সি’ গ্রুপের দলগুলো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাঁচা-মরার লড়াইয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে ইতালির ক্লাব নাপোলিকে স্বাগত জানাবে লিভারপুল। আর সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রাডের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্ট পিএসজি। হিসেব থেকে বেলগ্রাডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। শেষ ষোলোর টিকিট পেতে হলো জয় ছাড়া বিকল্প নেই কোচ টমাস টুখেলেলে শিষ্যদের জন্য। একই সমীকরণ লিভারপুলের জন্য। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের জয়ের সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে।

‘সি’ গ্রুপটা আগে থেকেই তকমা পেয়েছে ডেথ গ্রুপের জন্য। ৩২ দলের মধ্যে আট গ্রুপের মধ্যে কেবল ‘সি’ গ্রুপ থেকেই এখনো কোনো দল দ্বিতীয় পর্বের টিকিট পায়নি। অবশ্য ৯ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নাপোলি। কোচ কার্লো আনচেলত্তির দল ড্র করলেই আজ পৌঁছে যাবে শেষ ষোলোতে। অন্যদিকে পাঁচ ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে স্বস্তিতে নেই লিভারপুল। গত মৌসুমের ফাইনাল খেলা দলটিকেই এবার চোখ রাঙাচ্ছে গ্রুপ পর্ব থেকে বিদায়ের। আজ হার দূরে থাক, ড্র করলেই সব শেষ হয়ে যাবে অলরেডদের। শেষ সাক্ষাতেও নাপোলির মাঠে তাদের হারতে হয়েছে। আজ সেই শোধ তো আছেই তার সঙ্গে ক্লপের দলকে জিততে হবে বড় ব্যবধানে। তখন দুই দলের পয়েন্ট হবে ৯। গোলের পরিসংখ্যানে এগিয়ে থাকা দলটিই টিকিট পাবে দ্বিতীয় রাউন্ডের।

অন্যদিকে লিভারপুলকে তাকিয়ে থাকতে হবে পিএসজি-বেলগ্রাডের ম্যাচের দিকেও। আট পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা পিএসজিকেও আজ তুলে নিতে হবে মূল্যবান তিন পয়েন্ট। নয়তো বিদায় ঘণ্টা বেজে যেতে পারে নেইমার-এমবাপ্পেদের। শেষ দেখাতে নেইমারের হ্যাটট্রিকেই বেলগ্রাডকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল পিএসজি। তবে এই মুহূর্তে হয়তো কিছুটা স্বস্তিতে আছে কোচ ক্লপ। কারণ প্রিয় অস্ত্র মোহাম্মদ সালাহ আছেন ফর্মের তুঙ্গে। প্রিমিয়ার লিগে গত ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মিসরীয় ফরওয়ার্ড। আর কিছুটা বেকায়দায় পিএসজি। গত দুই ম্যাচে ড্র-ই তাদের একমাত্র সান্ত¡না।

আজ একই রকম অগ্নি পরীক্ষায় নামতে হচ্ছে ‘বি’ গ্রুপের দুই দল টটেনহাম ও ইন্টার মিলানকেও। গ্রুপটি থেকে ১৩ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ ষোলোতে পা রেখেছে বার্সেলোনা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে শীর্ষে থাকা কাতালানদের বিরুদ্ধেই আজ ন্যু ক্যাম্পে জিততে হবে টটেনহামকে। সাত পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকলেও স্বস্তিতে নেই স্পার্সরা। একই পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠার লড়াইয়ে পিএসভি আইন্দোহেফেনের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। জয় ছাড়া আজ তাই কোনো বিকল্প নেই টটেনহাম ও ইন্টারের জন্য। তবে হ্যারি কেন-ডেলে আলিদের পরীক্ষাটা কঠিন। তাদের প্রতিপক্ষ যে লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা!

মুখোমুখি

ক্লাব ব্রুগি-অ্যাট. মাদ্রিদ

মোনাকো-ডর্টমুন্ড

বার্সেলোনা-টটেনহাম

ইন্টার মিলান-পিএসভি

বেলগ্রেড-পিএসজি

লিভারপুল-নাপোলি

রিয়াল- সিএসকেএ মস্কো

ভিক্টোরিয়া প্লাজেন- রোমা

গ্যালাতাসারাই-পোর্তো

শালকে-লোকো. মস্কো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close