ক্রীড়া ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০১৮

বায়ার্ন মিউনিখের সহজ জয়

রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে পরশু ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় নুরেমবার্গের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরুর ৯ মিনিটে বাভারিয়ানদের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। ২৭ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন তিনি। ৫৬ মিনিটে নুরেমবার্গের জালে শেষ বলটি জড়িয়ে দেন ফরাসি মিডফিল্ডার ফ্রাঙ্ক রিভেরি।

একই রাতে ঘাম ঝরানো জয় পেয়েছে বায়ার্নের চির প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। শালকে জিরো ফোরের মাঠে সাত মিনিটে থমাস ডিলের গোলে এগিয়ে যায় বিভিবিরা। ৬১ মিনিটে পেনাল্টি থেকে শালকেকে সমতায় ফেরান ড্যানিয়েল কালিগিউরি। ৭৪ মিনিটে ডর্টমুন্ডকে কাক্সিক্ষত জয়সূচক গোলটি এনে দেন জাদোন সাঞ্চো।

চলতি মৌসুমে হঠাৎ খেই হারিয়ে ফেলেছিল নিকো কোভাচের শিষ্যরা। তবে ১৪ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে যথারীতি সিংহাসনটা দখলে রেখেছে ডর্টমুন্ড। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মনশেনগ্লাডবাচ। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে লাইপজিগ। ১৩ নাম্বারে থাকা শালকের ১৪ ম্যাচে সংগ্রহ মাত্র ১৪ পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close