ক্রীড়া ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

হাফিজের শেষ ইনিংস

ম্যাচ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন আর টেস্ট ক্রিকেট খেলবেন না মোহাম্মদ হাফিজ। কিন্তু নিজের শেষ টেস্ট ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরে, দ্বিতীয় ইনিংসে করেছেন আট রান। নিজের অবসরের খবর জানিয়ে হাফিজ বলেন, ‘আগামী ক্রিকেট বিশ্বকাপের দিকেই আমি নজর ফেরাতে চাই। দেশের হয়ে ৫৫টি টেস্টে নিজেকে উপস্থাপন করেছি, এজন্য নিজেকে সম্মানিত বোধ করছি। একইসঙ্গে দলের নেতৃত্ব¡ও দিয়েছি। আমি খুবই সন্তুষ্ট যে, ১৫ বছর দীর্ঘ ক্যারিয়ারে সামর্থ্যরে সেরাটা দিয়ে দেশের জন্য খেলার চেষ্টা করেছি।’

২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে হাফিজের। এরপর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট পর্যন্ত ক্যারিয়ারে মোট ৫৫ টেস্ট খেলছেন হাফিজ। ৩৭.৯৫ গড়ে রান করেছেন ৩৬৪৬। সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। সেরা ইনিংস ২২৪ রান। উইকেট নিয়েছেন ৫৩টি। সেরা বোলিং ১৬ রানে চার উইকেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close