ক্রীড়া ডেস্ক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

পিএসজির টানা দ্বিতীয় হোঁচট

পায়ে পুরনো চোটের কারণে বিশ্রামে আছেন নেইমার। পরশু দলের প্রাণভোমরার অভাবটা ঠিকই বুঝতে পেরেছে পিএসজি। তবে ভাগ্যটা ভালো কোচ টমাস টুখেলের। স্ত্রসবুর্গের মাঠে পিছিয়ে পড়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে তার শিষ্যরা। নয়তো কপালে জুটত মৌসুমের প্রথম হার। এ নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির এটি টানা দ্বিতীয় হোঁচট। গত ম্যাচে বোর্দোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ফরাসি জায়ান্টদের। সেই ম্যাচেই চোটে পড়েন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার।

ম্যাচের শুরুতেই আধিপত্য নিয়ে খেলতে থাকে পিএসজি। কিন্তু ৪০ মিনিটে লালার পেনাল্টি গোল থেকে এগিয়ে যায় স্ত্রসবুর্গ। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজালেও স্বাগতিকদের রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হচ্ছিল টুখেলের দল। তবে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন ম্যাচ রেফারি। ৭১ মিনিট স্পট-কিক থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান এডিনসন কাভানি। মৌসুমে ফ্রেঞ্চ লিগে উরুগুইয়ান ফরওয়ার্ডের এটি ১০ম গোল।

ড্র করলেও লিগ ওয়ানের একছত্রভাবে সিংহাসনটা দখলে রেখেছে পিএসজি। রেকর্ড ১৬ ম্যাচে অপরাজিত থাকা দলটির পয়েন্ট ৪৪। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে যা ১৪ পয়েন্ট বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close