ক্রীড়া প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

লিটনের চ্যালেঞ্জ

ওয়ানডে ক্রিকেটে গত কয়েক মাস টপ অর্ডার নিয়ে ভুগতে হয়েছিল বাংলাদেশকে। অবশেষে কেটে গেছে দুঃসময়ের ক্রান্তিকাল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। মাঠে ফিরেই কাল বিকেএসপিতে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার দেখানো পথে পরে হেঁটেছেন সৌম্য সরকারও।

এই দুজনের অনুপস্থিতিতে যিনি টড অর্ডারের হাল ধরেছিলেন সেই ইমরুল কায়েসের ব্যাটও শেষ কয়েকটি ওয়ানডেতে কম-বেশি হেসেছে। বাঁ-হাতি ওপেনারদের ভিড়ে একাদশে জায়গা পাওয়ার জন্য লড়তে হবে লিঠন দাশকে। তার লড়াইটা ইমরুল এবং সৌম্যের সঙ্গে। এই লড়াই থেকে অনুপ্রেরণা খুঁজছেন লিটন। কাল গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, আমাদের জন্য এটি অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে। এখন যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে পারে। যারা খেলে, তাদের চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নইলে বাদ পড়তে হতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close