ক্রীড়া ডেস্ক

  ০৭ ডিসেম্বর, ২০১৮

কোপা ডেল রে

শেষ ষোলোতে বার্সা

বার্সেলোনা ৪ - ১ লিওনেসা

গত চার মৌসুম ধরে কোপ ডেল রে কাপে একক আধিপত্য বার্সেলোনার। এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে কাতালানরা। তৃতীয় সারির দল লিওনেসার বিপক্ষে প্রথম লেগের জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছিল কোচ এরনেস্তো ভালভার্দের শিষ্যরা। পরশু দলের অভিজ্ঞ তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কুতিনহো, জেরার্ড পিকে, উসমানে ডেম্বেলেরা ছিলেন না। তাতেও জয় পেতে অসুবিধা হয়নি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তরুণদের দুর্দান্ত পারফরম্যান্সে লিওনেসাকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা। লিওনেসার মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা।

দলে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন ড্যানিশ সুয়ারেজ। তার আগে ১৮ মিনিটে ন্যু ক্যাম্পের দর্শকদের উদ্যাপনের সুযোগ করে দেন মুনির আল হাদ্দাদি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। স্প্যানিশ মিডফিল্ডার দ্বিতীয় গোলটি করেছেন ৭০ মিনিটে। চোট থেকে ফিরেই ন্যু ক্যাম্পের নতুন

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যালকম দলের তৃতীয় গোলটি করেছেন ৪৩ মিনিটে। লিওনেসার পক্ষে ৫৪ মিনিটে একটি গোল করেন জোসেফ সানে।

শেষ ষোলো নিশ্চিত করেছে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো গডিন, অ্যান্তনিও গ্রিজম্যান, ডিয়েগো কস্তাদের ছাড়াই ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটোনেতে কোচ ডিয়েগো সিমিওনের শিষ্যরা তৃতীয় সারির দল সেঁত অ্যান্ড্রুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। অ্যাটলেটিকো অ্যাওয়ে ম্যাচে প্রথম লেগটা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলে ৫-০ গোলে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রোহি ব্লাঙ্কোসরা।

তবে টুর্নামেন্টে সবচেয়ে বড় জয় পেয়েছে ভিয়ারিয়াল। কার্ল টোকো একাম্বির হ্যাটট্রিকে তারা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে আলমেরিয়াকে। অন্যদিকে লা লিগার চলতি মৌসুমের চমক দিপার্তিভো আলাভেস জিরোনোর বিপক্ষে হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close