reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০১৮

এশিয়ান গোজোরিউ কারাতে

বাংলাদেশের পদক

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ২১টি দেশের ৬৬০জন প্রতিযোগী। সম্প্রতি জাকার্তার গোর পককি স্পোর্টস হলে শেষ হয়েছে প্রতিযোগিতার ষষ্ঠ আসর। যেখানে পদক তালিকায় শীর্ষে ইন্দোনেশিয়া। রানার্সআপ হয়েছে চীন। +৮৪ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের হাফসাদ ইসলাম রৌপ্য পদক জিতেছেন। ডেভিড গোমেজ ভেটেরান ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক গলা ঝুলিয়েছেন। এ ছাড়া দুজনই রেফারি কুমিতে পরীক্ষায় অংশ নিয়ে ‘জাজ’ হিসেবে সনদপত্র অর্জন করে। একেএফ কোয়ালিফাইড রেফারি মো. রফিক বাউট প্রধান হিসেবে কাতা ইভেন পরিচালনা করে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। খেলোয়াড় মো. নাদিমসহ টিম ম্যানেজার কে এম রহমান বাপ্পি ছাড়াও একেএফের ভারপ্রাপ্ত সভাপতি কোয়েশী খালেদ মনসুর চৌধুরী চ্যাম্পিয়নশিপে নিজেদের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close