ক্রীড়া ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০১৮

মানহানির মামলায় জিতেছেন গেইল

ক্রিস গেইলের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের কয়েকটি সংবাদপত্র। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সময় নাকি ড্রেসিংরুমে তিনি একজন নারী ম্যাসাজ থেরাপিস্টের সামনে তোয়ালে খুলে ফেলেছিলেন! গত বছর জানুয়ারি মাসে এ ব্যাপারে ধারাবাহিক প্রতিবেদনও ছাপান তারা। সেই প্রতিবেদনকে পুরোপুরি মিথ্যা দাবি করে নিউ সাউথ ওয়েলসের আদালতে মানহানির মামলা করেছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। সেই মামলায় জিতেছেনও গেইল।

এবার ক্ষতিপূরণের অঙ্কটাও ঠিক হয়েছে। কাল সেই ক্ষতিপূরণ মামলায় গেইলকে তিন লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হচ্ছে ফেয়ারফ্যাক্স মিডিয়াকে। বিচারক লুসি ম্যাককালাম সবকিছু যাচাই-বাছাই করে এই অঙ্ক নির্ধারণ করে দেন। ফেয়ারফ্যাক্স মিডিয়া অবশ্য এই রায়কেও চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে।

তবে নির্দোষ প্রমাণিত হওয়ার পর দারুণ খুশি গেইল বলেন, ‘আমি দোষী নই, আমি একজন ভালো মানুষ সেটা প্রমাণিত হয়েছে। এটি আমার জন্য সত্যিই খুশির খবর। জ্যামাইকান হিসেবে আমি তা প্রমাণ করেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close