ক্রীড়া ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০১৮

শেষ ষোলোতে আরো সাত

এত দিন ধরে একা একা বাড়ি পাহারা দিচ্ছিল বার্সেলোনা। সবার আগে চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উঠা কাতালানরা একদিনেই পেয়েছে সাত কুলীন সঙ্গী। পরশু বার্সার সঙ্গে যোগ দিয়েছে

রিয়াল মাদিদ্র, রোমা, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ।

ইউরোপের সব ক্লাবগুলোই ছিল পরশু উৎসব মুখর। ‘ই’ গ্রুপ থেকে নকআউট পর্বের টিকিট পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ডাচ ক্লাব আয়াক্স। ‘এফ’ গ্রুপের লড়াইটা অবশ্য এখনো শেষ হয়নি। কেবল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিই আগেভাগেই কাজটা সেরে নিয়েছে। ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়নস হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সিটিজেনরা। দ্বিতীয় রাউন্ডের জন্য লিঁওকে অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচ পর্যন্ত। তাদের অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। জার্মান ক্লাব হফেনহেইমের মাঠে নাটকীয় ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। বাঁচা-মরার লড়াইয়ে দুই দল মুখোমুখি হবে পরের ম্যাচে। ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকায় ম্যাচটি ড্র করলেও লিঁও’র। অন্যদিকে ঘরের মাঠে জয় নিশ্চিত করতে হবে দোনেৎস্ককে।

‘জি’ গ্রুপে ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেও রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে রোমা। রোমান গ্লাডিয়েটরদের পয়েন্ট ১০। গত আসরের চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসরা ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। সান্তিয়াগো বার্নাব্যুর নতুন কোচ সান্তিয়াগো সোলারির জন্য স্বস্তির হচ্ছে দলের প্রধান অস্ত্র গ্যারেথ বেলের ফর্মে ফেরা। ৪৭ মিনিটে ওয়েলস উইঙ্গারের গোলেই এগিয়ে যায় ব্লাঙ্কোসরা। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকুয়েজ। সোলারি অবশ্য ইতালি গিয়েছিলেন ধুরু ধুরু বুকে। লা লিগার গত ম্যাচেই যে এইবারের মাঠে অলহোয়াইটাদের বিধ্বস্ত চেহারা দেখতে হয়েছিল ৪২ বছর বয়সী কোচকে।

‘জি’ গ্রুপে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জুভেন্টাসের ম্যাচটি ছিল প্রতিশোধের। তুরিনের বুড়িরা প্রতিশোধটা অ্যাওয়ে ম্যাচেই নিয়েছিল। জুভদের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লালকার্ড দেখে কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয়েছিল। অবশ্য ম্যাচটিতে জয় পেয়েছিল কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরাই। পরশুও তার ব্যত্যয় হয়নি। তুরিনে রোনালদোর পাস থেকে জুভদের ১-০ গোলের জয় এনে দিয়েছেন মারিও মানজুকিচ। জুভদের জয় আরেকটি রেকর্ড গড়েছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগ প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ জিতেছেন সিআর সেভেন।

তবে একই গ্রুপে নাটকীয় ম্যাচ উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯০ মিনিটে নতুন লুকের মারওয়ান ফেলাইনির গোলে ইয়ং বয়েজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে কোচ হোসে মরিনহোর দল। ১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ দল হিসেবে নক আউট পর্বে উঠেছে রেড ডেভিলরা। শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ১২।

পরশু সবচেয়ে বড় জয়টি পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আরিয়ান রোবেন ও রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে সুবাদে বেনফিকার বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতেছে বাভারিয়ানরা। পোলিশ ফরওয়ার্ড জোড়া গোল করার দিনে প্রবেশ করেছেন চ্যাম্পিয়নস লিগের ৫০ গোলদাতাদের সংক্ষিপ্ত তালিকায়। একই গ্রুপ থেকে অ্যাথেন্সকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ডাচ ক্লাব আয়াক্সও।

ফলাফল

এইকে অ্যাথেন্স ০-২ আয়াক্স

বায়ার্ন মিউনিখ ৫-১ বেনফিকা

হফেনহেইম ২-৩ শাখতার দোনেৎস্ক

লিঁও ২-২ ম্যানসিটি

মস্কো ১-২ ভিক্টোরিয়া প্লাজেন

রোমা ০-২ রিয়াল মাদ্রিদ

জুভেন্টাস ১-০ ভ্যালেন্সিয়া

ম্যানইউ ১-০ ইয়ং বয়েজ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close