ক্রীড়া প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০১৮

নতুন শুরু চান মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। ২০০৯ সালের পর আবারও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার সামনে টাইগাররা। শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

মিরপুরে সবশেষ টেস্টে মুমিনুল হক খেলেছেন ১৬১ রানের অনবদ্য ইনিংস। মুশফিকুর রহিম পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি (২১৯)। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পার্থক্য গড়ে দেন ব্যাটসম্যানরাই। চট্টগ্রামে দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে আসে প্রথম জয়। মুমিনুল পান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। স্বাগতিক স্পিনারদের দাপটে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ৬৩ রানের জয় পায় বাংলাদেশ।

টানা দুই টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল মনে করেন, জয়ের মিশন নিয়ে মিরপুরে আবারও নতুন করে শুরু করতে। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজটা শেষ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্টও শেষ। এখন আমাদের দ্বিতীয় টেস্টটা নতুন করে শুরু করতে হবে। আমরা জেতার জন্যই মাঠে নামব। যেসব জায়গায় আমাদের ঘাটতি ছিল, উন্নতি করার চেষ্টা করব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গায়। ওইভাবেই দেখছি, সামনে যেটা আছে সেটা নিয়ে চিন্তা করছি।’

টেস্ট ক্রিকেটে চলতি বছর সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক ও বিরাট কোহলি। মুমিনুলের সুযোগ আছে ২০১৮ সালে বাংলাদেশের শেষ টেস্টে সেঞ্চুরি করে কোহলির চেয়ে এগিয়ে থাকার। যদিও ব্যক্তিগত অর্জনের দিকে না তাকিয়ে দলের জন্য অবদান রাখাই প্রাধান্য পাচ্ছে এ বাঁ-হাতি ব্যাটসম্যানের কাছে, ‘আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার আরেকটা সুযোগ আছে। সব সময় চেষ্টা করি টিমের জন্য যতটুকু করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, যেভাবে পরিকল্পনা করি। আমার যে রুটিন ওভাবে খেলতে চেষ্টা করি। হলে হইল, না হলে না হলো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close