ক্রীড়া ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০১৮

ন্যু ক্যাম্পে ইনজুরির ‘মহামারী’

মাত্র কয়েক দিন হয়েছে ইনজুরি থেকে ফিরেছেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। অধিনায়ক ফিরতে না ফিরতেই ইনজুরিতে পড়েছেন ইভান রাকিটিচ ও আর্তুরো ভিদাল। এ দুজন সেরে উঠতে না উঠতেই ইনজুরিতে আরো পাঁচ বার্সা ফুটবলার। ইনজুরি রীতিমতো ‘মহামারী’ আকার ধারণ করেছে ন্যু ক্যাম্পে। যাতে সর্বশেষ যোগ লুইস সুয়ারেজ।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রাফিনহোর। এই তথ্য নিশ্চিত হওয়ার পরপরই বার্সেলোনায় দুঃসংবাদ। আরো তিন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তারও পরে আসে সুয়ারেজের খবর। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে উরুগুইয়ান ফরওয়ার্ডকে।

ইনজুরির কারণে আগেই নিশ্চিত ছিল ডাচ ক্লাব আইন্দোফেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক ইয়াসপার সিলেসেন এবং ব্রাজিলিয়ান তরুণ আর্থার মেলো। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে তাদের সঙ্গে যোগ দেন রাফিনহো। ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এই চারজনের সঙ্গে বার্সার বিপদ বাড়িয়ে যোগ হলেন সুয়ারেজ। ডান হাঁটুর ইনজুরিতে স্টিমসেল চিকিৎসা নিতে হচ্ছে তাকে। ফলে দুই সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না সুয়ারেজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close