ক্রীড়া প্রতিবেদক

  ২৮ নভেম্বর, ২০১৮

ভারোত্তোলক ধর্ষণের ঘটনা

কঠোর অবস্থানে এনএসসি

একজন জুনিয়র নারী ভারোত্তোলককে ধর্ষণের ঘটনায় কঠোর অবস্থানে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের কঠিন শাস্তি দিতে চায় দেশের খেলাধুলার অভিভাবক সংস্থাটি। ঘটনা খতিয়ে দেখতে পরিষদের পরিচালক (প্রশাসন) বিল্লাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে এনএসসি। ১৫ দিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

মো. সোহাগ আলী নামের যে ভারোত্তোলকের বিরুদ্ধে একজন নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগ উঠেছে সে ফেডারেশনেও কাজ-কর্ম করত। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ উঠেছে মালেক নামের জাতীয় ক্রীড়া পরিষদের এক অফিস সহায়কের বিরুদ্ধেও।

প্রায় তিন মাস আগের ঘটনা জানাজানি হওয়ার পর দেশের নারী ক্রীড়াবিদ ও সংগঠকরা শঙ্কিত হয়ে উঠেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close