ক্রীড়া ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৮

যত ভয় রোহিতকে নিয়ে

ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডের মালিকও তিনি। সম্প্রতি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে রেকর্ডও গড়েছেন ভারতীয় ওপেনার।

সেই রোহিত শর্মাদের বিপক্ষে কাল নিজ দেশের মাটিতেই টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া। অজিদের অভিজ্ঞ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলেও মোকাবিলা করেন রোহিত শর্মাকে। এ কারণেই হিটম্যান সম্পর্কে তার সোজাসুজি মূল্যায়ন, ‘তাকে আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। এটা অসম্ভব।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহিত সম্পর্কে ম্যাক্সওয়েল জানান, ৩১ বছর বয়সী মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের ব্যাটিং খুবই সাবলীল। এর কারণ হিসেবে রোহিতের টাইমিংকে চিহ্নিত করেছেন ম্যাক্সি। পেস এবং স্পিনÑউভয়ের বিরুদ্ধেই সমান কার্যকর এবং দক্ষ ডানহাতি ব্যাটসম্যান।

শুধু টি-টোয়েন্টি কিংবা ওয়ানডেই নয়, রোহিত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টও খেলবেন। এ কারণেই অজিদের যত চিন্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close