ক্রীড়া প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৮

বিসিএলে দল পায়নি আশরাফুল

চলতি বছরের আগস্টে ক্রিকেট থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠেছে মোহাম্মদ আশরাফুলের। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের মৌসুমে ছয় রাউন্ডের প্রত্যেক ম্যাচে খেলেছেন তিনি। সব মিলিয়ে করেছেন ২৫৩ রান। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান তুলতে পেরেছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। অন্যদিকে বল হাতে সাতটি উইকেটও শিকার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আহামরি পারফরম্যান্স করতে পারেননি। তবে এবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দল পাননি টেস্টের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে বাংলাদেশ ক্রিকেটের সর্ব প্রথম পোস্টার বয়কে তার আগের দল ইসলামী ব্যাংক ইস্ট জোন ধরে রাখেনি। আগ্রহ দেখায়নি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও।

ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন এই চার দলে মোট ২০ জন করে খেলোয়াড় নেওয়া হয়েছে। গত আসর থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার রিটার্ন করেছে দলগুলো।

২১ নভেম্বর সিলেটে বিসিএলের প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে। রাজশাহীতে অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

একনজরে বিসিএলের চার দল

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : ইমরুল কায়েস, রনি তালুকদার, মুমিনুল হক, শামসুর রহমান, জাকির হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, ফরহাদ রেজা, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, ইরফান হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহী।

ওয়ালটন মধ্যাঞ্চল : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শহীদুল ইসলাম, জাকের আলী, সাইফ হাসান, আরাফাত সানী, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন শাকিল, শরীফউল্লাহ, ইয়াসিন আরাফাত, জাবিদ হোসেন, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভাগত হোম, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, রবিউল হক, আব্দুল মজিদ।

বিসিবি উত্তরাঞ্চল : জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দীক, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, আরিফুল হক, শুভাশিষ রায়, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শরীফুল ইসলাম, সাব্বির রহমান, ধীমান ঘোষ, তানবীর হায়দার, সোহাগ গাজী, মোহর শেখ, ইবাদত হোসেন, তানবীর ইসলাম, মুক্তার আলী, তৌহিদ হৃদয়।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : তুষার ইমরান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মেহেদী মারুফ, আল-আমিন হোসেন, কাজী নুরুল হাসান, আবদুর রাজ্জাক, রকিবুল হাসান, আল-আমিন, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, মনির হোসেন, সালমান হোসেন, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, কামরুল হাসান রাব্বী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close