ক্রীড়া ডেস্ক

  ১৮ নভেম্বর, ২০১৮

ফরাসি সৌরভে কমলার আঘাত

নেদারল্যান্ডসের রাশিয়া বিশ্বকাপের টিকিটটা কেড়ে নিয়েছিল ফ্রান্স। ইউরোপের বাছাই পর্বে দুই লিগে ফরাসিদের বিপক্ষে হেরে দর্শক হয়ে কাটাতে হয়েছিল ডাচদের। সেই ক্ষতে আরো বেশি আঘাত হয়ে এসেছিল যখন কমলা জার্সিরা পুনরায় হেরে বসেছিল উয়েফা নেশনস লিগের ম্যাচে। অবশেষে সেই আঘাতের শোধ তুলতে পেরেছে ডাচরা। টানা পাঁচ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয়হীন থাকার পর পরশু স্বস্তির জয় পেয়েছে নেদারল্যান্ডস।

ঘরের মাঠে পরশু উয়েফা নেশনস কাপে ‘এ’ লিগে ‘১’ গ্রুপে দ্বিতীয় লিগে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথম লিগে ফ্রান্সের বিপক্ষে কোচ রোনাল্ড কোমেনের শিষ্যরা হেরেছিল ২-১ ব্যবধানে।

ঘরের মাঠে পরশু শুরু ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে তটস্থ করে তুলে ফরাসিদের। সুফলও পেয়ে যায় প্রথমার্ধে। ৪৪ মিনিটে লিভারপুল মিডফিল্ডার জিওর্জিনো ভিজনালদামের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্সও বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েছে স্বাগতিকদের শিবিরে। কিন্তু ভাঙতে পারেনি কমলা রক্ষণভাগ। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৬) মেমফিস ডিপের পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়স ফ্রান্স।

হারলেও অবশ্য ‘এ’ গ্রুপে শীর্ষে আছে ফ্রান্স। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সিংহাসনটা দখলে রেখেছে তারা। অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে ডাচরা। তবে ফ্রান্সের হারে রেলিগেশনে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে জার্মানদের পয়েন্ট মাত্র এক। যার ফলে অবনমন হচ্ছে কোচ জোয়াকিম লোর শিষ্যদের। টুর্নামেন্টে জার্মানদের এখন লড়াই করতে হবে ইউরোপের দ্বিতীয় সারির দলগুলো নিয়ে গড়া লিগ ‘বি’ তে। এমনিতে ২০১৮ সালটা অপয়া হয়ে থাকল তাদের। রাশিয়া বিশ্বকাপের পর এবার অবনমন গড়ল নেশনস লিগেও। সময় বলে দিবে কোচ লো খাদ থেকে দলকে উদ্ধার করতে পারেন কিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close