ক্রীড়া ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০১৮

নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। কাল আবুধাবিতে টেস্টের প্রথমদিনে নিউজিল্যান্ডকে ১৫৩ রানে ধসিয়ে দিয়েছে পাকিস্তান। স্বল্প এই রানের জবাবে ব্যাট করতে পাকিস্তানের একই দশা হয়। ইমাম-উল-হক (৬) ও মোহাম্মদ হাফিজকে (২০) দ্রুত সাজঘরে ফেরায় কিউই বোলাররা। দিন শেষে দুই উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। আজ অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলা শুরু করবেন আজহার আলি (১০*) ও হারিস সোহেল (২২*) ।

কাল আবুধাবির শেখ আবু যায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের নামে নিউজিল্যান্ড। কিন্তু দলীয় ৩৫ রানে কিউইদের দুই ওপেনারকে সাজঘরে ফেরান মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ। তবে কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরে ব্ল্যাক ক্যাপরা। উইলিয়ামসন খেলেন ১১২ বলে ৬৩ রানের ইনিংস। এরপর হাসান আলির বলে সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে ২২ গজ ছাড়েন কিউই অধিনায়ক। নিকোলাস করেন ২৮ রান। পাকিস্তানের পক্ষে তিন উইকেট শিকার করেন ইয়াসির শাহ্।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close