ক্রীড়া ডেস্ক

  ১৬ নভেম্বর, ২০১৮

এশিয়ান কাপে থাকছে ভিএআর

এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনাল থেকে ভিডিও রেফারি রাখার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এশিয়ান কাপের আসর বসবে সামনে জানুয়ারিতে, সংযুক্ত আরব আমিরাতে। এএফসির রেফারি কমিটি আজ ভিডিও রেফারি নিয়ে বিস্তারিত আলোচনা করবে। টুর্নামেন্টের সাতটি ম্যাচের জন্য রেফারিদের সার্বিক দিকনির্দেশনা দেওয়া হবে। এশিয়ান কাপ এবার ২৪টি দল নিয়ে আয়োজিত হবে। আগে কখনো এত দল অংশ নেয়নি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম সহকারী হিসেবে ভিডিও রেফারি থাকছে।

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকে ভিডিও রেফারি ছিল। এরপর আফ্রিকান কাপ অব নেশন্সেও কোয়ার্টার ফাইনাল থেকে ভিডিও রেফারি রাখা হয়। আন্তর্জাতিক টুর্নামেন্টর বাইরে ইউরোপের শীর্ষ লিগগুলোতে ব্যবহৃত হচ্ছে ভিডিও রেফারি। যার মধ্যে রয়েছে লা লিগা, সিরি’এ, বুন্দেসলিগা, লিগ ওয়ান এবং পর্তুগালের প্রিমিয়ার লিগা।

নিয়মানুযায়ী ভিডিও রেফারির সাহায্য নেওয়া হবে কিনা, সেটা মাঠের রেফারির ওপর নির্ভর করে। এ ছাড়া কোনো ঘটনায় যদি মাঠের রেফারি ‘স্পষ্ট ভুল’ করেন, তখন সহকারী রেফারিদের পক্ষ থেকে ভিডিও দেখার পরামর্শ দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close