ক্রীড়া ডেস্ক

  ১৬ নভেম্বর, ২০১৮

এটিপির ফাইনালে জকোভিচ

কিছুদিন আগেই রাফায়েল নাদালকে পেছনে ফেলে পুরুষ একক টেনিসের সিংহাসনে বসেছেন নোভাক জকোভিচ। কাল সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই সবার আগে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে উঠেছেন সার্বিয়ান টেনিস সেনসেশন। সেমিফাইনালে জকোভিচ জার্মান বাছাই আলেক্সান্দার জাভেরেভকে হারিয়েছেন সরাসরি সেটে। ৩১ বছর বয়সী সার্বিয়ান আসরের তৃতীয় বাছাইকে হারান ৬-৪ ও ৬-১ গেমে। ২০১৫ সালেও এটিপি ট্যুরের ফাইনালে উঠেছিলেন জকোভিচ। কাল সহজ জয় পাওয়ার পর তিনি বলেন, ‘আমি মনে করি না একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলেছি। কিন্তু জয় জয়ই। আমি খুব দুর্দান্ত সার্ভ করিনি তবে সে (জাভেরেভ) প্রচুর ভুল করেছে। আর তাই আমাকে জয় এনে দিয়েছে।’

১৪টি গ্র্যান্ড সø্যামের মালিক জকোভিচ এর আগেও পাঁচবার ট্যুর ফাইনাল জিতেছেন। টানা তিন বছর ট্রফি জেতা জকোভিচ শেষ ফাইনালটি জিতেছেন ২০১৫ সালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close