ক্রীড়া প্রতিবেদক

  ১৬ নভেম্বর, ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান

স্বীকৃতি পেলেন তাঁরা

আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যায় পাঁচ অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দারুণ এই অর্জনের পুরস্কার পেলেন এই ত্রয়ী। কাল তিনজনকেই সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তামিম-মুশফিক স্বর্ণপদক নিতে হলেও ছিলেন না সাকিব।

ইনজুরির কারণে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটা শেষ হওয়ার আগেই ছিটকে গেছেন তামিম। হাতের চোট নিয়ে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত পূর্ণাঙ্গ

সিরিজে ছিলেন না বাঁ-হাতি এই ওপেনার। তবু কাল ঢাকা টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল তামিমকে।

তাকে দেখে যেমন কৌতুহল জেগেছে তেমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি সাদা রঙের ব্লেজার দেখেও আগ্রহ জন্মেছে। কিছুক্ষণের মধ্যেই জানা গেল ব্লেজার দুটি ঢাকা টেস্টের কোনো পারফর্মারের জন্য নয়। তামিম এবং মুশফিকের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করায় এ দুজনকে দেওয়া হয়েছে বিশেষ এই ব্লেজার। এর সঙ্গে সোনা খচিত একটি ক্রেস্টও তুলে দেওয়া হয়েছে এ যুগলের হাতে। সেখানে সোনা দিয়ে ইংরেজিতে লেখা ছিল ১০ক ঈষঁন গবসনবৎং।

দারুণ অর্জনের স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত তামিম। সাদা ব্লেজার পড়ে হাতে ক্রেস্ট নিয়ে তামিম যখন ফিরছিলেন তখন রসিকতার সুরে এক গণমাধ্যমকর্মী বলেন, ‘এক বছর পর ১০ হাজার রানের স্বীকৃতি পেলেন!’ জবাবে তামিম বলে দিলেন, ‘এক বছর নয়, দুই বছর পর।’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৭ সালের মার্চে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তামিম। গত জানুয়ারিতে এলিট ক্লাবে তিনি পান বিশ্বসেরা অলরাউন্ডারকে। গত মাসে ১০ হাজারি ক্লাবের তৃতীয় সদস্য হিসেবে যোগ দেন মুশফিক। এই ত্রয়ীকে সম্মাননা দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘তারা আমাদের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাদের অর্জনকে সম্মান জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছি।’

বিসিবি সাকিব-তামিম-মুশফিককে স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছেন। যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close