ক্রীড়া প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৮

ক্যারিবীয় সিরিজে অনিশ্চিত তামিম

এশিয়া কাপের উদ্বোধন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কব্জিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। যার ফলে জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশি ওপেনারের। ধারণা করা হচ্ছিল চোট সেরে তামিম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরতে পারেন। কিন্তু ফেরাটা এখনো অনিশ্চিত তামিমের। কাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে টান লেগেছে তার।

এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে ২২ নভেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। চোট না সারলে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এই ব্যাপারে বলেন, ‘আমরা এখনো তামিমের অবস্থা জানার জন্য ডাক্তারের রিপোর্টের অপেক্ষা করছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তামিমের ফেরাটা সমস্যাটা কঠিন মনে হচ্ছে।’ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আল্ট্রাসনো করে আমরা ওকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি। এরপর ব্যথা কতটা থাকে তা দেখার পর সিদ্ধান্ত নেয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close